বিজ্ঞপ্তি প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, বিজ্ঞপ্তি নং : ০৪/২০২১
সহ-সম্পাদক
সংখ্যা : ২ জন
যোগ্যতা : স্নাতক/অধ্যয়নরত (বাংলা ও ইংরেজিতে পারদর্শী হতে হবে)।
এছাড়া, দেশ-বিদেশের খেলাধুলা সম্পর্কে ভালো ধারণাসহ বাংলা টাইপ (বিজয়) এবং ফটোশপের কাজ জানা থাকতে হবে।
সম্মানি : আলোচনা সাপেক্ষ।
ভিডিও রিপোর্টার
সংখ্যা : একজন
যোগ্যতা : খেলাধুলার সংবাদ নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ভিডিও এডিট করার কাজ জানা থাকলে ভালো।
সম্মানি : আলোচনা সাপেক্ষ।
আগ্রহীদের কাছ থেকে ই-মেইলে sportsmailinfo@gmail.com সিভি আহ্বান করা হচ্ছে। সিভিতে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, শুক্রবার।
Sportsmail24.com
Mirpur-2, Dhaka-1216
Bangladesh.