পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

দেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ এর আয়োজনে শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। যশোর, রাজবাড়ি, চুয়াডাঙ্গা রেলওয়ে অঞ্চলের রেলওয়ে কর্মচারীদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যশোর ফ্যালকনকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে চুয়াডাঙ্গা স্ট্রাইকার। উদ্বোধনী অনুষ্ঠানে ধারা ভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ধারা ভাষ্যকার খোরশেদ আলম।

২০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাটে করে ১৪ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় যশোর ফ্যালকনের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান তুলে জয়ী হয় চুয়াডাঙ্গা স্ট্রাইকার।

এর আগে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতর কার্যালয়ের সামনে রেলওয়ের ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। পরে চ্যাম্পিয়ন ট্রফির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ২ মার্চ (শনিবার) ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

শাহীন রহমান, পাবনা/আরএস


শেয়ার করুন :