বালিয়াকান্দিতে গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১০ নভেম্বর ২০১৯
বালিয়াকান্দিতে গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

হা‌রিয়ে যাওয়া গ্রাম বাংলার লা‌ঠি খেলা বর্তমান প্রজন্মের মাঝে প‌রি‌চিত করতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে বি‌ভিন্ন অঙ্গ ভঙ্গি, নৃত্য ও ঢোলের তালে তালে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ইউ‌নিয়‌নের অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পার্থ, বকুল ও সিদ্দিকের আয়োজনে এ লা‌ঠি খেলা অনু‌ষ্ঠিত হয়।

বিভিন্ন স্থান থেকে আসা ৮টি লাঠিয়াল দল এ লেখায় অংশগ্রহণ করেন। গ্রাম বাংলার হারা‌তে বসা এ লাঠি খেলা দেখ‌তে হাজার হাজার লো‌কের সমাগম ঘ‌টে।‌
sportsmail24
খেলায় লা‌ঠিয়ালরা শত্রু পক্ষের আক্রমণ ও আক্রমণ থে‌কে নি‌জে‌কে কিভা‌বে লা‌ঠির সাহা‌য্যে রক্ষা করা হ‌য় তার কৌসল বি‌ভিন্ন অঙ্গ-ভ‌ঙ্গি, নৃত্য ও ঢো‌লের তালে তা‌লে উৎসুক জনগ‌ণের সাম‌নে প্রদর্শন ক‌রেন তারা।

বা‌লিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল কুমার বসু উপস্থিত থেকে লাঠিখেলা উপভোগ করেন এবং খেলা শে‌ষে বিজয়ী লাঠিয়াল দলের মাঝে পুরস্কার বিতরণ ক‌রেন।

রুবেলুর রহমান/রাজবাড়ী


শেয়ার করুন :


আরও পড়ুন

শার্শায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উলাশী

শার্শায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উলাশী

লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গাংনিয়ার জয়

লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গাংনিয়ার জয়

বালিয়াকান্দিতে মুজিববর্ষ কাবাডি প্রতিযোগিতা

বালিয়াকান্দিতে মুজিববর্ষ কাবাডি প্রতিযোগিতা

ভারতে স্বর্ণ পদক জিতলেন মাহফুজ

ভারতে স্বর্ণ পদক জিতলেন মাহফুজ