বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে তামিমের ৩ হাজার রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৪
বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে তামিমের ৩ হাজার রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের এ অধিনায়ক।

সোমবার (২২ জানুয়ারি) খুলনার বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামার আগে বিপিএলে তামিমের মোট রান ছিল ২৯৬৫। ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ৩৫ রান।

টস হেরে খুলনার বিপক্ষে ইব্রাহিম জারদানকে সাথে নিয়ে ব্যাট করতে নামের ওপেনার তামিম ইকবাল। ইনিংসের ১৪তম (১৩.৩) ওভারে দলীয় ১১৭ রানে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। ফিফটি থেকে ১০ রান দূরে থাকতে আউট হন তিনি।

সাজঘরে ফেরার আগেই প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে ৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেন তামিম। ৩৩ বলে ৫টি চারের মারে ৪০ রান করেন তিনি।

৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম ইকবাল ৯০ ইনিংস ব্যাট করেছেন। এর মাঝে ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে তার। বিপিএলে তামিম ইকবালের সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১৪১ রান।

জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের এখন বিপিএল রান ৩০০৫। তামিমের পরেই রয়েছেন মুশফিকুর রহিম। বিপিএলে ১০৭ ইনিংস ব্যাট করা মুশফিকের মোট রান ২৯৭৬।


শেয়ার করুন :