বিপিএলের প্লে-অফে কে কার প্রতিদ্বন্দ্বি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএলের প্লে-অফে কে কার প্রতিদ্বন্দ্বি

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের লিগ পর্বের খেলা। সাত দলের এই টুর্নামেন্টের ৪২টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে চার দল। যেখান থেকে দুই দল যাবে শিরোপা জয়ে চূড়ান্ত লড়াইয়ে।

লিগ পর্বের খেলা শেষ হওয়ায় দুই দিন বিরতি দিয়ে শুরু হবে প্লে-অফের লড়াই। ২৬ ফেব্রুয়ারি (সোমবার) থেকে বিপিএলের প্লে-অফ লড়াই শুরু হবে।

সাত দলের এ আসরে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে লড়বে বরিশাল ও চট্টগ্রাম এবং প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে রংপুর এবং কুমিল্লা।

প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হওয়া রংপুর ও কুমিল্লার মধ্যকার জয়ী দল সরাসরি ফাইনালে পা রাখবে। হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের জয়ী দল ফাইনাল খেলবে।

দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি মাঠে গড়াবে ২৮ ফেব্রুয়ারি (বুধবার)। এরপর ১ মার্চ ফাইনালে মধ্য দিয়ে শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর।

এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার ম্যাচ সূচি

২৬ ফেব্রুয়ারি (সোমবার)
এলিমিনেটর ম্যাচ: ফরচুন বরিশাল-চট্টগ্রাম চেলেঞ্জার্স
কোয়ালিফায়ার (১): রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২৮ ফেব্রুয়ারি (বুধবার)
কোয়ালিফায়ার (২): এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দল

১ মার্চ (শুক্রবার)
ফাইনাল : দুই কোয়ালিফায়ার ম্যাচের বিজয়ী দল।


শেয়ার করুন :