ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২২ জানুয়ারি ২০১৯
ওয়ার্নারের জায়গায় সিলেটের অধিনায়ক তানভির

ফাইল ছবি

সিলেট পর্ব শেষ করেই দেশে ফিরে গেছেন কনুইয়ের চোটে ভোগা ডেভিড ওয়ার্নার। তাই নতুন অধিনায়ক নিয়ে মিরপুরে বিপিএলের তৃতীয় পর্ব শুরু করতে হচ্ছে সিলেট সিক্সার্সকে। পাকিস্তানের অভিজ্ঞ পেসার সোহেল তানভির নেতৃত্ব দেবেন সিলেটকে।

আগামীকাল (বুধবার) রাতের ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইটানস। মঙ্গলবার মিরপুরে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তানভির অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অধিনায়কত্ব আমার কাছে নতুন কিছু নয়। অসংখ্য ম্যাচে আমার স্থানীয় দলকে নেতৃত্ব দিয়েছি। কানাডা লিগেও অধিনায়ক ছিলাম। কিন্তু বিপিএলে এই দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক সম্মানের। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, তারা আমার উপর ভরসা করেছেন। চেষ্টা করবো ভালো করার।’

বিপিএলে শুরুর সাত ম্যাচ খেলে গেছেন ওয়ার্নার। করেছেন তিনটি ফিফটি। কিন্তু তার অধিনায়কত্বে সিলেট জিতেছে মাত্র দুটি ম্যাচ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে বাকি ৫ ম্যাচের মধ্যে অন্তত তিন-চারটিতে জিততেই হবে তাদের। নতুন অধিনায়ক আশা ছাড়ছেন না ভালো কিছুর।

‘এ মুহূর্তে আমাদের দল ভালো অবস্থানে নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, দলকে উজ্জীবিত রাখতে হবে। আমরা হয়ত জয়ের দিক থেকে একটা বা দুইটা ম্যাচ পিছিয়ে আছি। যদি মোমেন্টাম পাওয়া যায়, ক্রিকেটে কী হবে কেউ বলতে পারে না। প্রতিটি টুর্নামেন্টেই শেষ ম্যাচে গিয়ে নির্ধারণ হয় পরের ধাপে কারা কারা যাচ্ছে। যে কারণে বলছি, আমরা ভালো জায়গায় দাঁড়িয়ে না থাকলেও চেষ্টা করবো টানা দুটি ম্যাচ জিততে।’

৩৪ বছর বয়সী তানভির ৩০৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৩০৫ উইকেট। সিলেট দলে লিটন, সাব্বির, নাসিরদের মতো দেশি তারকা ক্রিকেটার থাকলেও অভিজ্ঞতা বিবেচনায় তানভিরকেই বেছে নিয়েছে ওয়াকার ইউনুসের কোচিংয়ে থাকা দলটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল শেষ না করে শ্রীলঙ্কায় গেলেন মালিঙ্গা

বিপিএল শেষ না করে শ্রীলঙ্কায় গেলেন মালিঙ্গা

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ

ফ্রাইলিঙ্কের কাছে হারলো ঢাকা

ফ্রাইলিঙ্কের কাছে হারলো ঢাকা

অপ্রতিরোধ্য রোনালদোদের সহজ জয়

অপ্রতিরোধ্য রোনালদোদের সহজ জয়