শীর্ষে থাকা চট্টগ্রামকে হারিয়ে রংপুরের প্রথম জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯
শীর্ষে থাকা চট্টগ্রামকে হারিয়ে রংপুরের প্রথম জয়

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে প্রথম জয়ের দেখা পেল রংপুর রেঞ্জার্স। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রামকে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে রংপুর। হার দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো চট্টগ্রাম।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করে চট্টগ্রাম। জবাবে ৮ বল বাকি রেখেই প্রথম জয়ের স্বাদ নেয় রংপুর। গ্রেগরি ৩৭ বলে অপরাজিত ৭৬ ও ফজলে ২১ বলে অপরাজিত ৩৮ রান করেন। এ হারের পরও ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষেই থাকলো চট্টগ্রাম। ৫ ম্যাচে প্রথম জয়ে ও ৪ হারে ২ পয়েন্ট সংগ্রহ রয়েছে রংপুরের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রেঞ্জার্স। প্রথম ওভারের চতুর্থ বলে রংপুরের পেসার মোস্তাফিজুর রহমানের বলে শূন্য রানে বোল্ড হন ওয়েস্ট ইন্ডিজের লেন্ডন সিমন্স। এরপর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েসও। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৬২ রান করা ইমরুল এবার ১০ রান করেন। ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন নাসির হোসেনও, ৯ রানে থামেন তিনি।

তবে এক প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রেখেছিলেন শ্রীলঙ্কার আবিস্কা ফার্নান্দো। তাকে অন্যপ্রান্ত দিয়ে দলের সতীর্থরা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও ৩৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফার্নান্দো। হাফ-সেঞ্চুরি তুলেও নিজের ইনিংসটি বড় করেছেন ফার্নান্দো। শেষ পর্যন্ত ১২তম ওভারে আউট হন তিনি। অফ-স্পিনার সঞ্জিত সাহার বলে বিদায় নেন ফার্নান্দো। ৮টি চার ও ৪টি ছক্কায় ৪০ বলে ৭২ রান করেন ফার্নান্দো।

এছাড়া পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইকট ওয়ালটন ১৬, উইকেটরক্ষক নুুরুল হাসান ২০, মুক্তার আলী ১২ ও ইংল্যান্ডের লিয়াম প্লাংকেটের ১২ বলে অপরাজিত ১৭ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম।

জবাবে ১৬৪ রানের লক্ষ্যে দ্রুতই দুই ওপেনারকে হারায় রংপুর রেঞ্জার্স। ইনিংসের পঞ্চম বলে মোহাম্মদ নাঈম ও তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। দু’জনই ৪ রান করে করেন। নাঈমকে চট্টগ্রামের পেসার রুবেল ও ডেলপোর্টকে ফিরিয়েছেন প্লাঙ্কেট।

১৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক টম আবেল দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। ৩টি চারে ২৪ বলে ২৪ রান করেন আবেল। চার নম্বরে নামা সাদমান ইসলামও ১৬ রানের বেশি করতে পারেননি। এতে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে রংপুর। এ অবস্থায় জয়ের জন্য ৬ উইকেট হাতে নিয়ে ৪৯ বলে ৮৮ রান দরকার পড়ে রংপুরের।

পঞ্চম উইকেটে ৪১ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রংপুরকে দুর্দান্ত এক জয়ের স্বাদ এনে দেন গ্রেগরি ও ফজলে। জুটিতে গ্রেগোরি ২০ বলে ৪৮ ও ফজলে ২১ বলে ৩৮ রান করেন। শেষ পর্যন্ত ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৬ রানে অপরাজিত গ্রেগরি। ফজলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিল। চট্টগ্রামের রুবেল ৩৭ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৬৩/৭, ২০ ওভারে (ফার্নান্দো ৭২, নুরুল ২০, মোস্তাফিজ ২/২৩)
রংপুর রেঞ্জার্স : ১৬৭/৭, ১৮.৪ ওভারে (গ্রেগরি ৭৬*, ফজলে ৩৮, রুবেল ২/৩৭)।

ফল : রংপুর রেঞ্জার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : লুইস গ্রেগরি (রংপুর)।


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিশ্বকাপ জয়ী প্লানকেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিশ্বকাপ জয়ী প্লানকেট

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

খুলনাকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল সিলেট

খুলনাকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল সিলেট