৪ রানের অপেক্ষা মুশফিকের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯
৪ রানের অপেক্ষা মুশফিকের

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের রেকর্ড স্পর্শ করেছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এবার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একই মাইলফলক স্পর্শ করা থেকে মাত্র ৪ রান দূরে বাংলাদেশের সাবেক ও খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের ২২তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৫৯ রান করে আউট হয়েছেন মুশফিক। এ ইনিংস শেষে বিপিএলে এখন তার রান ১৯৯৬। অর্থাৎ আর মাত্র ৪ রান করতে পারলেই বিপিএলে দু’হাজার রান পূর্ণ করতেন মুশি।

৭৭ ম্যাচের ৭৭ ইনিংসে বিপিএলে ১৩টি হাফ-সেঞ্চুরি রয়েছে মুশফিকের। শুক্রবারও ব্যাট হাতে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচে (২৪ ডিসেম্বর) সিলেট থান্ডারের বিপক্ষে অপরাজিত ৬০ রান ইনিংস খেলে বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দু’হাজার রান পূর্ণ করেছিলেন তামিম।

এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসে ৬৪ ম্যাচের ৬৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ২০৫০ রান করেছেন তামিম। তামিমের পরেই রয়েছেন মুশফিকুর রহিম ৭৭ ম্যাচে ১৯৯৬ রান, মাহমুদউল্লাহ রিয়াদ ৭৮ ইনিংসে ৭৪ ম্যাচে ১৬৯৫ রান, ইমরুল কায়েস ৭৬ ইনিংসে ৭৫ ম্যাচে ১৬২১ রান এবং সাকিব আল হাসান ৭৬ ইনিংসে ৭৫ ম্যাচে ১৪৮৩ রান করেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

আইপিএল নয়, বাংলাদেশের হয়ে খেলাই গর্বের : মুশফিক

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

দুর্দান্ত মুশফিক, প্রশংসায় ভাসালেন দুই দলের কোচ

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক

বাংলাদেশি ক্রিকেটের জন্য বিপিএল অনেক বড় টুর্নামেন্ট : মুশফিক