বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৯ নভেম্বর ২০১৭
বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান

বিপিএলের পঞ্চম আসরের সিলেট পর্বে খেলা শেষ হচ্ছে আজ বুধবার (৮ নভেম্বর)। বিপিএলের সবগুলো ম্যাচ মাছরাঙ্গা ও গাজি টিভি সরাসরি সম্প্রচার করেছে। এবার আন্তর্জাতিক সম্প্রচারকরা এগিয়ে এসেছে পাকিস্তানি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিও সুপার। টেলিভিশনটি বিপিএলের বাকি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে অবস্থানকারী দর্শকদের জন্য উন্মুক্ত হলো বিপিএলের দুয়ার।

বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আরেক ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায় নাসির বাহিনী।

সিলেট পর্ব শেষে আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা পর্ব শুরু হবে বিপিএল। ওই দিন দু’টি ম্যাচ রয়েছে। দুপুর ১টায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে রাজশাহী কিংসের এবং সন্ধ্যা ৬টায় লড়বে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স।


বিষয়ঃ

শেয়ার করুন :