আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৮
আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) পঞ্চম আসর শুরু হচ্ছে আজ (শনিবার)। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংস। আইপিএলের এ জমজমাট আসর চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

প্রায় ৫০ দিনের এ টুর্নামেন্ট নিয়ে শুধু ভারতই নয়, উত্তেজনায় পুরো ক্রিকেট বিশ্ব। ভারতের মত বাংলাদেশেও আইপিএল নিয়ে নামুষের তীব্র আকর্ষণ। কখন কার খেলা, কে কার বিরুদ্ধে জিতল, কে কত রান করলো কিংবা কত উইকেট পেল, এমনকি কে কতটা ছক্কা মারল এসব জানার তীব্র নেশা যেন সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষের।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের কথা চিন্তা করেই বরাবরের মত এবার আইপিএলের খেলা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে বেসরকারি টিভি চ্যানেল নাইন। আইপিএলের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে তারা।

            >> অনলাইনে সরাসরি দেখুন আইপিএলের খেলা

বাংলাদেশের চ্যানেল নাইন ছাড়াও স্টার স্পোর্টস থেকেও সরাসরি খেলা দেখতে পারবে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা। এছাড়া যারা ইন্টারনেটে সরাসরি খেলা দেখতে চান তাদের জন্য রযেছে হটস্টার।

এবার মোট ১০টি টিভি চ্যানেল বিশ্বব্যাপী আইপিএলের খেলা সরাসরি সম্প্রচার করবে। তবে মূল টিভি স্বত্ব কিনেছে স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য তারা ২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে। স্টার ইন্ডিয়া মোট ৬টি ভাষায় ধারাভাষ্য প্রচার করবে। এর মধ্যে রয়েছে ইংরেজি, হিন্দি, তামিল, কান্নাডা, বাংলা এবং তেলেগু।

ভারতে স্টার স্পোর্টসের প্রায় সবগুলো চ্যানেলে দেখা যাবে আইপিএলের খেলা। যেমন- স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি, স্টার স্পোর্টস ১ তামিল, সুভারানা প্লাস, জলসা মুভিজ এইচডি, মা মুভিজ।

মার্কিন যুক্তরাষ্ট্রে আইপিএলের খেলা দেখা যাবে উইলো টিভিতে। কানাডায়ও একই চ্যানেল- উইলো টিভি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলা দেখা যাবে ফ্লো টিভিতে। যুক্তরাজ্যে দেখা যাবে স্কাই স্পোর্টস, সাব সাহারা আফ্রিকান অঞ্চলে দেখা যাবে সুপার স্পোর্টস, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় দেখা যাবে বেইন স্পোর্টসে, পাকিস্তানে জিও সুপার, বাংলাদেশে চ্যানেল নাইন, অস্ট্রেলিয়া ফক্স স্পোর্টস, নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস এবং আফগানিস্তানে দেখা যাবে লেমার টিভিতে।

অনলাইনে আইপিএল দেখাবে হটস্টার। এ মাধ্যমে আইপিএল দেখা যাবে শুধু ভারত, যুক্তরাষ্ট্র এবং কানাডায়। ইয়াপ টিভিতেও দেখাবে আইপিএল। দেখা যাবে অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতেও।

টেলিভিশন ছাড়াও রেডিও স্টেশনগুলোতেও সম্প্রচার হবে আইপিএল ধারাভাষ্য। ভারতীয় উপমহাদেশ ব্যতিত সারাবিশ্বে আইপিএলের খেলা শোনা যাবে গ্লোবালে। এছাড়া ৮৯.১ রেডিও ফোর এফএম, গোল্ড ১০১.৩ এফএমেও শোনা যাবে আইপিএলের ধারাভাষ্য।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

ওয়ার্নারের জায়গা আরেকজন পূরণ করবে : টম মুডি

ওয়ার্নারের জায়গা আরেকজন পূরণ করবে : টম মুডি

আইপিএল বন্ধ করতে হাইকোর্টের কাছে আবেদন

আইপিএল বন্ধ করতে হাইকোর্টের কাছে আবেদন

এক নজরে গাম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস স্কোয়াড

এক নজরে গাম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস স্কোয়াড