আইপিএলে নেই চেন্নাইয়ের ১৪ কোটির রুপির পেসার দীপক চাহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ১২ এপ্রিল ২০২২
আইপিএলে নেই চেন্নাইয়ের ১৪ কোটির রুপির পেসার দীপক চাহার

আগে থেকেই শঙ্কা ছিল, এবার সেই শঙ্কাই সত্যি হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে খেলতে পারবেন না পেসার দীপক চাহার। তাকে ছাড়াই মৌসুমের পুরোটা সময় খেলতে হবে চেন্নাইকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন দীপক চাহার। এই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি।

ইনজুরিতে পড়ার পর ব্যাঙ্গালুরুতে ন্যাশন্যাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। জানানো হয়েছিল, রিপোর্ট ভালো হলে আইপিএলে ফিরতে পারবেন তিনি।

তবে শেষ পর্যন্ত তার আর আইপিএলে ফেরা হচ্ছে না।  বিষয়টি নিশ্চিত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই। তবে নিজেদের দলের সেই দামি খেলোয়াড়কেই পাচ্ছে না তারা।

এদিকে এবারের আইপিএলে খুব একটা ভালো অবস্থায় নেই চেন্নাই। শিরোপাধারী দলটি এখন পর্যন্ত পায়নি কোনো জয়ের দেখা। ফলাফল স্বরুপ পয়েন্ট টেবিলের তলানিতে আছে দলটি।

২৯ বছর বয়সী দীপক চাহারের বদলি ক্রিকেটার কে হবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করেনি চেন্নাই। অতি শীঘ্রই এই বিষয়ে ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

আইপিএলের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’

বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন

বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন

অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস

অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস