সংঘর্ষ থেকে জোট, মোস্তাফিজের ‘নাম পাল্টে’ দিলো চেন্নাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩
সংঘর্ষ থেকে জোট, মোস্তাফিজের ‘নাম পাল্টে’ দিলো চেন্নাই

২০১৫ সালের ঘটনা, মিরপুরে মহেন্দ্র সিং ধোনির সাথে সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মোস্তাফিজের সাথে ক্রিজে ‘ধাক্কা দেওয়া’র মতো ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর কেটে গেছে ৯টি বছর। দেশের ক্রিকেটের গন্ডি পেরিয়ে মোস্তাফিজ এখন আন্তর্জাতিক তারকা। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে নিয়মিত মুখ। ২০২৪ আসরের জন্য মোস্তাফিজকে দলে ভিড়িয়েছেন ধোনির দল চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং। প্রথমবারের মতো ধোনির চেন্নাইয়ে ডাক পেয়েছেন ফিজ।

মোস্তাফিজকে দলে নিয়ে উচ্ছসিত চেন্নাই। এতটাই উচ্ছসিত যে, মোস্তাফিজের নতুন নামও দিয়েছে চেন্নাই। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের ছবি দিয়ে ‘মুজ’ নামে সম্বোধন করেছে চেন্নাই। মোস্তাফিজের নামের প্রথম অংশ ও শেষ অংশ নিয়ে ‘মুজ’ নামে নতুন নাম দিয়েছে চেন্নাই।

মোস্তাফিজের ছবির ক্যাপশনে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগত, রহমান।’

শুধু তাই নয়, মোস্তাফিজকে নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছে চেন্নাই। এক পোস্টে মোস্তাফিজ-ধোনির সেই ‘সংঘর্ষে’র ভিডিও প্রকাশ করেছে তারা। যেখানে ক্যাপশন দিয়েছে, ‘From Collision to Coalition!’ অর্থাৎ, ‘সংঘর্ষ থেকে জোট!’

মোস্তাফিজকে নিয়ে আরও একটি পোস্ট দিয়েছে চেন্নাই। ফিজের বোলিং রান আপের দৌড়ের ছবি দিয়ে চেন্নাই লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট!’ সাথে বাংলায় লিখেছে, ‘চেন্নাইয়ে স্বাগতম মোস্তাফিজুর’।

আইপিএলের গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০২২ সালের আসরে ৮ ম্যাচে ৮ উইকেট এবং ২০২৩ সালের আসরে মাত্র দুই ম্যাচ খেলে ১টি উইকেট পান তিনি। তবে ২০২৪ সালের নিলামের জন্য ফিজকে ছেড়ে দেয় দিল্লি।

দিল্লি ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে আইপিএলের ৬ আসরে ৪৮ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এবার নতুন দলে আবারও নিজের বোলিং ঝলক দেখানোর অপেক্ষায় ‘মুজ’।


শেয়ার করুন :