বিশ্বকাপজয়ী কামিন্সের নেতৃত্বে আইপিএল খেলবে হায়দরাবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৪ মার্চ ২০২৪
বিশ্বকাপজয়ী কামিন্সের নেতৃত্বে আইপিএল খেলবে হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে সানরাইজার্স হায়দারাবাদের নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলনেতা প্যাট কামিন্স। এর মধ্য দিয়ে গত আসরে হায়দারাবাদকে নেতৃত্ব দেওয়া দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামের স্থলাভিষিক্ত হবেন কামিন্স।

ডিসেম্বরে আইপিএলের নিলামে সাড়ে ২০ কোটি রুপিতে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেন কামিন্স। তবে ঐ নিলামেই কামিন্সের রেকর্ড ভেঙে দেন তারই স্বদেশি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে ২০২৩ সালের আইপিএলে খেলেননি কামিন্স। গত বছরই কামিন্সের নেতৃত্বে আইসিসি ইভেন্টে বড় দু’টি ট্রফি জযের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জয় করে নেয় অসিরা। অধিনায়ক হিসেবে কামিন্সের দক্ষতায় মুগ্ধ হয়ে তার কাঁধেই দায়িত্ব তুলে দিলো হায়দারাবাদ ফ্র্যাঞ্চাইজি।

এর আগে কখনও আইপিএল বা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে কোন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স। তবে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৭তম আসরে হায়দরাবাদের নেতা হিসেবে দেখা যাবে তাকে।

হায়দরাবাদের বোলিং কোচের পদেও বদল আনা হয়েছে। গত দুই বছর ধরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ডেল স্টেইন। তবে ১৭তম আসরের সানরাইজার্স ড্রেসিংরুমে থাকছেন না এ প্রোটিয়া কিংবদন্তি। ফ্র্যাঞ্চাইজিটির নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেমস ফ্রাঙ্কলিন।


শেয়ার করুন :