১১ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ১৮ নভেম্বর ২০১৯
১১ ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা

ফাইল ছবি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফস শেষ হলেও ১৯ ডিসেম্বর শুরু হবে আইপিএলের নিলাম। তবে এর আগেই দল গুছিয়ে নেওয়া প্রস্তুতি শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় এবার ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

জানা গেছে, কেকেআর ম্যানেজমেন্টের হাতে ৩৫ কোটি ৬৫ লাখ টাকা রয়েছে। তা দিয়েই আইপিএল ২০২০-র জন্য ঘর গুছিয়ে নিতে হবে।ট্রেড উইন্ডোর মাধ্যমে ইতোমধ্যে মুম্বাইয়ের সিদ্ধেশ ল্যাডকে দলে নিয়েছে কলকাতা। কিন্তু ছেড়ে দিয়েছে আগের মৌসুমে দলে থাকা ১১ ক্রিকেটার।

আগেরবার নিলামে ক্রিস লিনকে সব থেকে দাম দিয়ে কিনেছিল কলকাতা। এবার তাকেও ছেড়ে দিয়েছে। এছাড়া ছেড়ে দেওয়া তালিকায় রয়েছে কার্লোস ব্রেথওয়েইট, রবীন উথাপ্পা, পীযুস চাওলা, নিখিল নায়েক, কেসি কারিয়াপ্পা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্দে, ইয়ারা পৃথ্বীরাজ ও আনরিচ নরজে।

তবে দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, শুভমান গিল, লকি ফার্গুসন, নীতিশ রানা, রিঙ্কু সিং, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গার্নে, কমলেশ নাগারকোটি এবং শিভাম মাভিকে দলে রেখে দিয়েছে কলকাতা।

এসব ক্রিকেটারদের ধরে রাখতে কেকেআর ইতোমধ্যে ৪৯ কোটি ৩৫ লাখ টাকা খরচ করতে হয়েছে। হাতে রয়েছে আর ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। যা কি না ১৯ ডিসেম্বর নিলামে খরচ করবে কলকাতা।

নিয়ম অনুযায়ী, আইপিএল ২০২০-র জন্য স্কোয়াড গঠনে ৮৫ কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক ২৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারে। কেকেআর এবার ১৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। অধিনায়ক হিসেবে থাকছেন দীনেশ কার্তিক।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

সাকিবকে ছেড়ে দিল হায়দারাবাদ

আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব

আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব

নতুন বোলিং কোচ নিয়োগ দিল কলকাতা

নতুন বোলিং কোচ নিয়োগ দিল কলকাতা