জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ পিএম, ২৯ জুলাই ২০২১

ক্রিকেটের তিন ফরম্যাটের সফল একটি সফর শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। টানা একমাসের সফর শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে ঢাকার বিমানবন্দরে পা রাখেন সাকিব-রিয়াদরা।

তিন ফরম্যাটের সিরিজ খেলতে ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে প্রথম ঢাকা ছাড়া বাংলাদেশ টেস্ট দল। এরপর ধাপে ধাপে জিম্বাবুয়ে যান ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বাকি খেলোয়াড়রা।

সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একমাত্র টেস্টের পর তিন ম্যাচে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছেন টাইগাররা।

রোববার (২৫ জুলাই) সিরিজের খেলা শেষে হলেও বাড়তি দুই জিম্বাবুয়ে থেকে মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত ভোররাত ৪টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) দেশের ফেরার লক্ষে টিম হোটেল ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। দুইবার বিরতি দিয়ে দীর্ঘ বিমান ভ্রমণ শেষে বৃহস্পতবার সকালে ঢাকায় পা রাখে বাংলাদেশ দল।

দেশে ফিরলেও পরিবারের কাছে ফিরতে পারছেন না টাইগার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বিমানবন্দর থেকে সরাসরি চলে যেতে হয়েছে হোটেরবন্দি কোয়ারেন্টাইনে। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল।

বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার দিনে অস্ট্রেলিয়াও ঢাকা আসছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকায় নেমে তারাও পালন করবেন তিনদিনের কোয়ারেন্টাইন।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩ আগস্ট। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৬, ৭ এবং ৯ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকহীন কঠোর বায়ো-সুরক্ষা পরিবেশে।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মিরপুরে ফ্লাড লাইটের আলোতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা

অস্ট্রেলিয়া সিরিজে দর্শক তো ন’ই, পরিচালকদের জন্যও আলাদা ব্যবস্থা