আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ এএম, ০১ আগস্ট ২০২১
আফিফ-সোহান-শামীমে মুগ্ধ অ্যাশওয়েল প্রিন্স

জিম্বাবুয়ে সফরে জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। সিরিজ শেষে টাইগারদের জন্য দীর্ঘ মেয়াদের কোচ হওয়ার কথা বলা হলেও তার আর হয়নি। জিম্বাবুয়ের সংক্ষিপ্ত সফরেই প্রিন্সের আলাদা করে নজর কেড়েছেন আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান এবং শামীম পাটোয়ারী।

আরব-আমিরাকে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সের সাথে চুক্তির মেয়াদ বাড়তে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেক্ষেত্রে দলের সাথেই তাকে ঢাকায় আসার কথা ছিল। তবে বনিবনা না হওয়ায় জিম্বাবুয়ে থেকেই দেশে ফিরছেন প্রিন্স।

এদিকে, জিম্বাবুয়ে সফরে স্বল্প সময়ের মধ্যে আফিফ ও সোহানে মুগ্ধ হয়েছেন প্রিন্স। তাদের দু’জনের ভয়ডরহীন ক্রিকেট খেলা দক্ষিণ আফ্রিকান এই কোচের বেশ ভালো লেগেছে। এছাড়া সফরে টি-টোয়েন্টি অভিষেক হওয়া শামীম হোসেন পাটোয়ারীকেও ভালো লেগেছে তার।

সিরিজ শেষে ঢাকা না আসলেও বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন টাইগারদের খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, ‘আফিফ ও সোহানের উপর আমি বেশ মুগ্ধ হয়েছি।’

তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে এমন ব্যাটসম্যান আছে যারা টপ অর্ডারে ভালো করতে পারে এবং মিডল অর্ডারে এমন কেউ আছে যারা দলকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। তারা (আফিফ ও সোহান) সাহসী, ভয়ডরহীন।’

প্রিন্স আরও বলেন, ‘নির্দিষ্ট করে আফিফের কথা বলতেই হয়, পরিস্থিতি সামাল দেয় ঠান্ডা মাথায়। তারা সাদা বলের ফরম্যাটে দলকে অনেক কিছু দিতে পারে।’

অভিষেক সিরিজেই দলকে জয়ের স্বাদ দেওয়া শামীম পাটোয়ারীকে নিয়ে প্রিন্স বলেন, ‘আমি মনে করি সে (শামীম পাটোয়অরী) দারুণ এক প্রতিভা। আবারও বলতে হয়, সোহান ও আফিফের মতো সাহসী এবং ভয়ডরহীন।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সৌম্যর উন্নতি

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

সাকিবের সাথে খেলে ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে সাইফউদ্দিনের

সাকিবের সাথে খেলে ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে সাইফউদ্দিনের