ক্ষমা চাইলেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৯ মার্চ ২০১৮
ক্ষমা চাইলেন ওয়ার্নার

বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ক্রিকেট ক্যারিয়ারে আরও কখনই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারবেন না তিনি। নিজের দায়ভার স্বীকার করে বিবৃতি দিয়েছেন ওয়ার্নার।

টুইটারে ওয়ার্নার লিখেছেন
অস্ট্রেলিয়া ও সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের প্রতি:
আমি সিডনিতে ফিরছি। যে ভুলগুলো করা হয়েছে তা ক্রিকেটকে ক্ষতিগ্রস্থ করেছে। এতে আমার যে দায় আছে তার জন্য ক্ষমা চাইছি এবং এর সমস্ত দায়ভার ঘাড়ে তুলে নিচ্ছি।

media

এ ভুল ক্রিকেট ও এর ভক্তদের দারুণ হতাশায় ডুবিয়েছে তা বুঝতে পারছি। এ ভুল সবার আবেগের খেলাটিতে দাগ বসিয়ে দিয়েছে, সেই খেলা যেটি আমি শৈশব থেকে ভালোবাসতাম।

এখন গভীরভাবে একটি দীর্ঘশ্বাস নেয়া প্রয়োজন। পরিবার, বন্ধু ও বিশ্বস্ত পরামর্শকদের সঙ্গে সময় কাটাতে চাই। শীঘ্রই আপনাদের সাথে এ নিয়ে কথা বলব।


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিযোগ থেকে মুক্ত শামি, ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে

অভিযোগ থেকে মুক্ত শামি, ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে

মামলার মুখে হার্দিক

মামলার মুখে হার্দিক

আইপিএলেও ডিসিশন রিভিউ

আইপিএলেও ডিসিশন রিভিউ

ইনজুরির কবলে তামিম

ইনজুরির কবলে তামিম