ভক্ত ও স্ত্রীর ইচ্ছাপূরণে ফিরতে চান নাসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১
ভক্ত ও স্ত্রীর ইচ্ছাপূরণে ফিরতে চান নাসির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির হোসেন দীর্ঘদিন ধরে রয়েছে বাইরে। ২০১৮ সালের জানুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে ম্যাচ। সাড়ে তিন বছরেরও অধিক সময় দলের বাইরে থাকলেও এখনো আশা ছাড়েননি এক সময়ের ফিনিশার খ্যাত নাসির। নিজের জন্য না হলেও স্ত্রীর চাওয়া পূরণ করতেও আবারও ফিরতে চান জাতীয় দলে।

বুধবার মিরপুরের একাডেমি ভবনের সামনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় এমনটাই জানিয়েছিন তিনি। বলেন, ‘অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির হোসেন। বিয়ের পর তার স্ত্রী জানিয়েছিলেন, তিনি চান নাসির হোসেন যেন আবারও জাতীয় দলে ফিরুক। তবে স্ত্রীর চাওয়া এখনো পূরণ করতে পারেননি নাসির। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে কোনভাবেই ছিলেন না তিনি।

করোনাভাইরাসের কারণে দেশের ঘরোয়া ক্রিকেট এখন অনিয়মিত। তবে অক্টোবরে মাসে শুরু হচ্ছে ক্রিকেট জাতীয় লিগ। নাসিনের ইচ্ছা এ ঘরোয়া টুর্নামেন্টে দিয়েই নির্বাচকদের মন জয় করবেন। একই সাথে স্ত্রী ইচ্ছা পূরণে আবারও ফিরবেন জাতীয় দলে।

এদিকে, শুধু স্ত্রীর ইচ্ছা পূরণেই নয়, ভক্তদের জন্যও আবারও জাতীয় দলের ফিরতে চান নাসির। বলেন, ‘ভক্তদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফেরার মাধ্যমে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশা আল্লাহ, আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো।’

জাতীয় দলের ফিরতে নিজের করণীয় বেশ ভালোভাবেই জানেন নাসির। কঠিন সেই পথ পেরিয়েই আবারও গায়ে জড়াতে চান জাতীয় দলের জার্সি। নাসির বলেন, ‘ফেরার জন্য ট্রেনিংয়ের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা উইকেট (অনুশীলনের জন্য) ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বা্সর, এখন উইকেট পাবো এবং ব্যাটিং-বোলিং দু’টাই হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নাসিরের উপর ক্ষেপেছেন নির্বাচক নান্নু

নাসিরের উপর ক্ষেপেছেন নির্বাচক নান্নু

শাকিলের পাঁচ উইকেট, সহজ জয় জামালের

শাকিলের পাঁচ উইকেট, সহজ জয় জামালের

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির

সেঞ্চুরির পর বল হাতেও উজ্জ্বল নাসির

নাসির ফিরলেন, শতক হাঁকিয়ে জবাব দিলেন নীরবে

নাসির ফিরলেন, শতক হাঁকিয়ে জবাব দিলেন নীরবে