অনলাইনে দেখা যাবে বঙ্গবন্ধু বিসিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
অনলাইনে দেখা যাবে বঙ্গবন্ধু বিসিএল

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে রোববার (১২ ডিসেম্বর) থেকে। আসরের চারটি দল সিঙ্গেল লিগ পদ্বতিতে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। লিগের ম্যাচগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

আসরের চারটি দল হলো- বিসিবি সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন।লিগ পর্বে চারদিনের লড়াই হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে ২ জানুয়ারি থেকে পাঁচ দিনের ম্যাচ খেলবে।

উদ্বোধনী দিনে (রোববার) রাজশাহীতে লড়বে বিসিবি সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। আর চট্টগ্রামে খেলবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। শনিবার (১১ ডিসেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছিল সাউথ জোন। আর রানার্স-আপ হয়েছিল ইস্ট জোন।

বঙ্গবন্ধু বিসিএলের সূচি

১২-১৫ ডিসেম্ববর ২০২১
বিসিবি সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন (রাজশাহী)
ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন (চট্টগ্রাম)

১৯-১৫ ডিসেম্ববর ২০২১
বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন (চট্টগ্রাম)
ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন (ঢাকা)

২৬-২৯ ডিসেম্ববর ২০২১
বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন (চট্টগ্রাম)
বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন (রাজশাহী বা বগুড়া)

২-৬ জানুয়ারি ২০২২
ফাইনাল (মিরপুর)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

বিসিবি একাডেমি কাপের ট্রফি উন্মোচন

বিসিবি একাডেমি কাপের ট্রফি উন্মোচন

‘টি-টোয়েন্টিতে আমরা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাইনি’

‘টি-টোয়েন্টিতে আমরা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পাইনি’