ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৮ মার্চ ২০২২
ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে শেষ ওভারে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ছিল ৮ রান। তবে শেষ ওভারে মাত্র তিন রান তুলতে পেরেছিল বাংলাদেশের মেয়েরা। আর এতেই ৪ রানে ম্যাচ হারে টাইগ্রেসরা। তীরে এসে তরী ডুবানো বাংলাদেশের মেয়েরা চান আরও বেশি ম্যাচ খেলতে। 

শুক্রবার (১৮ মার্চ) ভোরে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। ম্যাচের দারুণ বোলিং করলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে টাইগ্রেসদের। আর এ ম্যাচ হারার জন্য অনিভজ্ঞতাকেই দায়ী করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়কের মতে তীরে এসে তরী ডোবানো থেকে রেহাই পেতে খেলতে হবে আরও অনেক ম্যাচ। তিনি বলেন, ‘আমরা এমন অবস্থাগুলোতে (ক্লোজ ম্যাচ) অভিজ্ঞতা কাজে লাগাতে পারছি না। আমরা যদি আরও খেলার সুযোগ পাই, তাহলে আমরা আরও ভালো করব।’

দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এ কারণেই নিজেদের ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তাই তো নিজেদের ব্যাটিং নিয়ে বেশ হতাশ বলেও জানান তিনি।

নিগার সুলতানা বলেন, ‘এটা খুবই ক্লোজ ম্যাচ ছিল। আমাদের বোলাররা যেভাবে শুরু করেছে সেটা অসাধারণ ছিল। আমাদের ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ। আমরা জুটি গড়তে পারিনি। আমরা এই কন্ডিশনের ফায়দা নিয়ে চেয়েছিলাম, আমাদের বোলাররা সেটাই করে দেখিয়েছে।’

এছাড়াও প্রতিপক্ষের দারুণ ফিল্ডিংয়ের ফাঁদে পা দিয়েছে বাংলাদেশের নারীরা। এই কথা বেশ অকপটেই স্বীকার করেছেন অধিনায়ক নিগার সুলতানা। 

এ বিষয়ে তার ভাষ্য, ‘আমাদের ঘাটতি ছিল, যে ফিল্ড সেটআপ ছিল সেখানেই উইকেট দিয়ে এসেছি। তাদের বোলিংয়ের বিপক্ষে এর থেকে ভালো ব্যাট করা দরকার ছিল। যা করতে পারিনি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ হাতছাড়া হওয়ায় অধিনায়কের কণ্ঠে আক্ষেপ

সুযোগ হাতছাড়া হওয়ায় অধিনায়কের কণ্ঠে আক্ষেপ

তীরে গিয়ে তরী ডুবলো টাইগ্রেসদের

তীরে গিয়ে তরী ডুবলো টাইগ্রেসদের

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

প্রচুর বৃষ্টি হয়েছিল, মাঠ খেলার অবস্থায় ছিল না: নিগার সুলতানা

প্রচুর বৃষ্টি হয়েছিল, মাঠ খেলার অবস্থায় ছিল না: নিগার সুলতানা