শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৪ মে ২০২২
শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ব্যাটার কামিল মিশারাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ থেকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মঙ্গলবার (২৪ মে) দেশটির ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিশারা বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার ১৮ সদস্যের দলে থাকলেও দুই ম্যাচ সিরিজের কোনো টেস্টের একাদশে জায়গা পাননি তিনি। তবে শৃঙ্খনা ভঙ্গের দায়ে তাকে অবিলম্বে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেট এবং খেলোয়াড়দের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আচরণবিধি লঙ্ঘন করছেন কামিল মিশারা। ফলে লঙ্কান ওপেনার কামিল মিশারাকে অবিলম্বে শ্রীলঙ্কায় ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর মিশারার বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারণ করবে এসএলসি।

এসএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে কামিল মিশারা কী শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা উল্লেখ করা হয়নি। তবে সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ২১ বছর বয়সী কামিল মিশারা বাংলাদেশে অবস্থানকালে হোটেলে ‌একজন ‘এন্টারটেইনমেন্ট ভিজিটর’কে আমন্ত্রণ জানিয়েছিলেন।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে এর আগেও একবার শাস্তি পেয়েছেন মিশারা। ২০১৯ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় অতিরিক্ত মদ্যপানে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। একই সঙ্গে এক বছরের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এছাড়া শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিদেশে সফরে গিয়ে প্রায়ই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে। ২০২১ সালে ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেল রুম থেকে বের হয়ে কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দানুষ্কা গুনাথালিকা রাস্তায় গাজা সেবন করেছিলেন। সে সময় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয় এবং তদন্ত শেষে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

দেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলেছেন মিশারা। ২১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান এখন পর্যন্ত ১০টি করে প্রথম শ্রেণির ম্যাচ ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্নীতির দায়ে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেট অফিসিয়াল

দুর্নীতির দায়ে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেট অফিসিয়াল

‌‘সরকারের চেয়েও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বেশি দুর্নীতিগ্রস্ত’

‌‘সরকারের চেয়েও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বেশি দুর্নীতিগ্রস্ত’

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার