স্পিন উইকেটে ওয়ানডে হার, টেস্টের আদর্শ প্রস্তুতি ভাবছেন ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ পিএম, ২২ জুন ২০২২
স্পিন উইকেটে ওয়ানডে হার, টেস্টের আদর্শ প্রস্তুতি ভাবছেন ওয়ার্নার

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ জয়ে লঙ্কানদের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে স্পিনাররা। লঙ্কান স্পিনারদের বিপক্ষে কঠিন স্পিন উইকেটে খেলাকে টেস্টের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। 

মঙ্গলবার (২১ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৩ ওভারই বোলিং করেছিল স্পিনাররা। এই ম্যাচে লঙ্কান স্পিনারদের দাপটে অন্য অজি ব্যাটাররা কোনো প্রতিরোধ গড়তে না পারলেও ৯৯ রানে ফিরেছিলেন ওয়ার্নার।

শ্রীলঙ্কার এই কঠিন স্পিন উইকেটই টেস্টের জন্য আদর্শ প্রস্তুতি বলে জানিয়েছেন ওয়ার্নার। ম্যাচ শেষে এই ওপেনার বলেন, “ এই ধরনের উইকেটে খুবই চ্যালেঞ্জিং। আদর্শ প্রস্তুতির জন্য আমরা টার্নিং উইকেটই খুঁজি। পর পর দুই তিন ম্যাচ এই রকম উইকেটেই খেলতে চাই, আমরা অনুশীলন নেটে এই ধরনের উইকেট পাই না।”

গলে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য আদর্শ হবে বলে মত তার। বলেন, “আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি। আশা করি গলে দারুণ এক টেস্ট ম্যাচ হতে যাচ্ছে।”

লঙ্কায় ওয়ানডে সিরিজে খেলা উইকেটে ঠিক কেমন ছিল, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন ওয়ার্নার। তার মতে, কলম্বোর উইকেটে অতিরিক্ত স্পিন ছিল, যেখানে অজিরা খেলতে অভ্যস্ত না।

বলেন, “এখানে প্রচুর স্পিন ছিল। আপনি সাধারণত এই ধরনের উইকেটে দেখতে পারবেন না।”

উপমহাদেশে স্পিনিং উইকেটের প্রভাব থাকলে এই জায়গায় ভারত কিছুটা ভিন্ন জানিয়ে বলেন, “ভারত পুরোপুরি ভিন্ন। সেখানে স্পোর্টিং উইকেট থাকে। তিন বা চার নম্বর দিন থেকে বল টার্ন করে।”

তবে নিজের খেলা খারাপ উইকেট হিসেবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকেই স্মরণ করেছেন ওয়ার্নার। জানানা, মিরপুরের উইকেট সবচেয়ে বাজে হলেও তিনি সেঞ্চুরি করতে পেরেছিলেন।

ওয়ার্নার বলেন, “আমার মনে আছে আমি ঢাকায় খেলেছি। আমার দেখা সবচেয়ে বাজে উইকেট এটা। কিন্তু ওই উইকেটেও আমি সেঞ্চুরি করেছি।”

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আড়াই যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

আড়াই যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলঙ্কা

ফিকার প্রথম নারী সভাপতি স্টালেকার

ফিকার প্রথম নারী সভাপতি স্টালেকার

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

২০২৩ বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে দ্বিধায় মরগান

২০২৩ বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে দ্বিধায় মরগান