তিন বছর পর সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ পিএম, ০৬ জুলাই ২০২২
তিন বছর পর সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

লম্বা বিরতির পর আবারও সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তারা। সেখানে দুইটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

চলতি বছরের ৪ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে এই সফর। এই দুই দলের সিরিজের বিষয়টি নিশ্চিত করে সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুইটি আনঅফিসিয়াল টেস্ট অনুষ্ঠিত হবে। দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ৪ আগস্ট ও দ্বিতীয়টি শুরু ১০ আগস্ট। দুই দলের ওয়ানডে ম্যাচগুলো আয়োজিত হবে ১৬, ১৮ ও ২০ আগস্ট।

বাংলাদেশ ‘এ’ দল সর্বশেষ সিরিজ খেলেছিল ২০১৯ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। শ্রীলঙ্কা সফরে তিনটি করে আনঅফিসিয়াল টেস্ট ও ওয়ানডে খেলেছিল। যদিও সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্ট বৃষ্টির বাধায় মাঠেই গড়াতে পারেনি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির বিশ্বাস, ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সিরিজ।

তিনি বলেন,“আন্তর্জাতিক ক্রিকেটের সূচির ব্যস্ততা ক্রমেই বাড়ছে, তাই ভালো মানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে তৈরি থাকা ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে আমরা ধন্যবাদ জানাই এই সিরিজ আয়োজনের জন্য। চার দিনের টেস্ট ও একদিনের ম্যাচগুলি ক্রিকেটারদের জন্য হবে মহামূল্য অভিজ্ঞতা।”

বাংলাদেশের মতো লম্বা বিরতি দিয়ে মাঠে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও। সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল তারা।

এই সিরিজের ফিরতি সফরে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে আসার ব্যাপারে আলোচনা করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ বাঁচাতে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ

ইকোনমি বাড়ার জন্য উইকেটকে দায়ী করছেন মোস্তাফিজ

ইকোনমি বাড়ার জন্য উইকেটকে দায়ী করছেন মোস্তাফিজ

ম্যাচ হারের সাথে জরিমানাও গুনছে বাংলাদেশ 

ম্যাচ হারের সাথে জরিমানাও গুনছে বাংলাদেশ 

ক্যারিবীয় সফর শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল

ক্যারিবীয় সফর শেষে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল