দলে ‘গ্যাঞ্জাম’, চেন্নাই ছাড়বেন জাদেজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৬ আগস্ট ২০২২
দলে ‘গ্যাঞ্জাম’, চেন্নাই ছাড়বেন জাদেজা

আচমকাই চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব না করার ঘোষণা দেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক হিসেবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব দেয় চেন্নাই কর্তৃপক্ষ। তবে সেখানে আর থাকতে চাচ্ছেন না এই দলনেতা।

অধিনায়কত্বের অধ্যায়টা পারলে স্মৃতি থেকে মুছে দিতে চাইবেন জাদেজা। দল আটকে গিয়েছিল হারের বৃত্তে, নিজের পারফর্মেন্সের গ্রাফও ছিল পড়তির দিকে। দুইয়ে মিলিয়ে এক পর্যায়ে অধিনায়কত্ব ছেড়ে দেন।

তবে গুঞ্জন রয়েছে, জাদেজা অধীনায়কত্ব ছাড়েননি, টিম ম্যানেজমেন্ট, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর তো একাদশ থেকেও বাদ পড়েন এই বাঁহাতি অলরাউন্ডার। 

গত আসরে ১০ ম্যাচে মাত্র ১১৬ রান করেছিলেন জাদেজা। বল হাতেও বিবর্ণ জাদেজার সংগ্রহ মোটে ৫টি উইকেট। তার এমন পারফরম্যান্সের কারণে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেত্বতৃও দিতে পারেননি। 

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সুন্দর, বদলি শাহবাজ

তারপর ইনজুরিতে আসর থেকেই ছিটকে যান। এরপর থেকে এখন পর্যন্ত চেন্নাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি জাদেজার। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী জাদেজা নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনাও শুরু করবেন খুব দ্রুতই। এছাড়া উল্লেখযোগ্য যে, নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শেষ দুই বছরে চেন্নাই সম্পর্কিত সব পোস্টই মুছে দিয়েছেন। অন্যদিকে সম্প্রতি ধোনির জন্মদিনে পোস্ট করে চেন্নাইয়ের পোস্টেও জাদেজাকে দেখা যায়নি। 

sportsmail24

ফলে দুই পক্ষেরই সম্পর্কে চূড়ান্ত অবনতি হয়েছে অনেক আগেই এটা একদম পরিষ্কার। তাই ২০২৩ সালেরে আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে জাদেজাকে দেখার সম্ভাবনা খুবই কম। 

২০১২ সালে চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হয় জাদেজার। মাঝখানে চেন্নাই দুই বছর নিষিদ্ধ থাকার সময়ে গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

মারা গেলেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি

মারা গেলেন বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি

সূর্যকুমারের মধ্যে এবিডি ভিলিয়ার্সের সামর্থ্য দেখছেন পন্টিং

সূর্যকুমারের মধ্যে এবিডি ভিলিয়ার্সের সামর্থ্য দেখছেন পন্টিং

বিশ্রামে দ্রাবিড়, জিম্বাবুয়ে সিরিজে ভারতের প্রধান কোচ লক্ষ্মণ

বিশ্রামে দ্রাবিড়, জিম্বাবুয়ে সিরিজে ভারতের প্রধান কোচ লক্ষ্মণ

নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে

নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে