আফিফ আত্মবিশ্বাসী, ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারেন: জালাল ইউনুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৯ আগস্ট ২০২২
আফিফ আত্মবিশ্বাসী, ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারেন: জালাল ইউনুস

ইনজুরিতে পড়ে এশিয়া কাপ স্কোয়াডে নেই নুরুল হাসান সোহান। সহ-অধিনায়কের দায়িত্ব পড়েছে তরুণ আফিফ হোসেন ধ্রুবর কাঁধে। আত্মবিশ্বাসী বলেই বিসিবি তার হাতে তুলে দিয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারেন, এমন সম্ভাবনা থাকাও তাকে সহ-অধিনায়ক করার একটি কারণ বলেও উল্লেখ করেছেন জালাল ইউনুস।

অনেকদিন ধরেই সহ-অধিনায়ক ছাড়াই চলছিল বাংলাদেশ ক্রিকেট। সম্প্রতি সেই ধারা থেকে বের হয়ে এসেছে বিসিবি। টেস্টে লিটন দাসের পর এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে আফিফের কাঁধে।

সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি অধিনায়ক করার সময় গুঞ্জন ছিল নুরুল হাসান সোহান পালন করবেন ডেপুটির দায়িত্ব। ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় সহ-অধিনায়ক ছাড়াই স্কোয়াড দিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের মিশন শুরুর একদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে সহ-অধিনায়ক হবেন আফিফ হোসেন ধ্রুব।

ভবিষ্যত অধিনায়ক হিসেবে নতুন কাউকে গড়ে তোলার জন্যই সহ-অধিনায়কের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনকি অধিনায়কের দায়িত্ব নেওয়ার মতো চার-পাঁচজন ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যেই এই কাজ করা হচ্ছেও বলে জানান তিনি।

রোববার (২৮ আগস্ট) দুবাইয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় এই বিষয়ে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, “আফিফ সব সময় আত্মবিশ্বাসী। আমাদের কাছে পাঁচ-ছয়জন ক্রিকেটার আছেন, যাঁরা কিনা ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন। আফিফ তাঁদের একজন। তিন সংস্করণেই আমরা সহ-অধিনায়ক নিয়োগ দেব, যেন ভবিষ্যতে আমাদের হাতে অধিনায়ক পদের জন্য তিন-চারজন প্রার্থী হাতে থাকে।”

আফিফকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ায় তার পারফর্মেন্সেও উন্নতি হবে বলে বিশ্বাস জালাল ইউনুসের। বলেন, “তরুণ বয়স থেকেই যেহেতু দায়িত্ব পেয়েছেন, আমার মনে হয় এটা তাঁকে ভালো করতে অনুপ্রাণিত করবে।”

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আফিফ হোসেন ধ্রুব এখন পর্যন্ত খেলেছেন ৪৭ টি-টোয়েন্টি ম্যাচ। সাদা পোশাকের সংস্করণে এখনো অভিষেকের অপেক্ষায় থাকলেও সীমিত ওভারের ফরম্যাটে দলে স্থায়ী করে নিয়েছেন নিজের জায়গা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান কোচ নাওয়াজের চোখে শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে বাংলাদেশ

লঙ্কান কোচ নাওয়াজের চোখে শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে বাংলাদেশ

ভালো খারাপ মাঠেই প্রমাণ হবে: মিরাজ

ভালো খারাপ মাঠেই প্রমাণ হবে: মিরাজ

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ দুর্বল: শানাকা

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ দুর্বল: শানাকা

আমরা কাউকে ভয় পাই না, সব ম্যাচ জিততে চাই: পাপন

আমরা কাউকে ভয় পাই না, সব ম্যাচ জিততে চাই: পাপন