নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চূড়ান্ত, ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ৩১ আগস্ট ২০২২
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চূড়ান্ত, ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্ট বিশ্বকাপে খেলার আগে চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ নারী দলকেও পারি দিতে হবে বাছাইপর্ব। যেখানে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের তিন প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়ারল্যান্ড, স্কোটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।

বুধবার (৩১ আগস্ট) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসার কথা ছিল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈশ্বিক এ টুর্নামেন্টি তিন মাস পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে  প্রতিযোগিতা।

দক্ষিণ আফ্রিকায় মূল আসর বসার আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে মেয়েদের বাছাইপর্ব। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে আট দলের বাছাইপর্ব। আবু ধাবির দুটি ভেন্যু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম এবং টলারেন্স ওভালে মোট ১৬টি ম্যাচ মাঠে গড়াবে।

বাছাইপর্বে আটটি দলকে ‘এ’ এবং ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপপর্বের ম্যাচগুলো ১৮, ১৯ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরপর ২৩ সেপ্টেম্বর প্লে অফ এবং ২৫ সেপ্টেম্বর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বাছাইপর্বের খেলা।
sportsmail24
আটটি দল থেকে শীর্ষ দুটি দল মূল ইভেন্টে জায়গা করে নিবে। যারা ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ করবে।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ ছাড়া বাকি তিন দল হলো- আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া গ্রুপ ‘বি’-তে রয়েছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি (পিএনজি) এবং সংযুক্ত আরব আমিরাত।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন

বড় দলকে হারাতে সালমাদের আরও মানসিক শক্তি প্রয়োজন : আঞ্জু জৈন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ১০ ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ১০ ছবি

সাত বিশ্ব আসরের পাঁচবারই ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

সাত বিশ্ব আসরের পাঁচবারই ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা