দেশী নয়, বিদেশী সহকারী কোচ নিলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে নিয়োগ পাওয়ার পর বলা হয়েছিল, সহকারী কোচ হিসেবে দেশীয় কাউকে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটি আর বাস্তাবায়ন হলো না, টাইগারদের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাসকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৪৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটারের সাথে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। যা শুরু হবে মে মাসের বাংলাদেশ ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর দিয়ে।

পেথাস এক দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং শ্রীলঙ্কার (২০১৭-২০১৮) প্রধান কোচ হিসেবে কাজ করেছেন করেছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সহকারী এবং ফিল্ডিং কোচের ভূমিকাও পালন করেছিলেন এ দক্ষিণ আফ্রিকান। শ্রীলঙ্কার প্রধান ফিল্ডিং কোচও ছিলেন তিনি। বাংলাদেশে যোগ দেওয়ার আগে পোথাস হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোচিং পেশায় এক দশক সময় পার করলেও জাতীয় দলের হয়ে বেশি খেলার রেকর্ড নেই পোথাসের। জাতীয় দলের হয়ে মাত্র ৩টি ওয়ানডে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতী এ ব্যাটার। তবে তার ব্যাটে প্রথম শ্রেণি এবং লিস্ট এ-তে ১৬ হাজারেরও বেশি রান রয়েছে।

বাংলাদেশের সাথে কাজ করতে পারার সুযোগে উচ্ছ্বসিত পোথাস। বলেন, “বাংলাদেশ জাতীয় দলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নিজেকে সম্মানিত মনে করছি। আমি বিশ্বাস করি সামনে কিছু উত্তেজনাপূর্ণ বছর রয়েছে।”


শেয়ার করুন :