পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৫ মে ২০২৩
পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও হারলো বাংলাদেশের যুবারা

ব্যাটারদের ব্যর্থতায় পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের শেষ ম্যাচটিতে বাংলাদেশের যুবারা ৮০ রানের ব্যবধানে হেরে গেছে।

এ হারে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারের লজ্জা পেল বাংলাদেশ। এর আগে চারদিনের একমাত্র টেস্টে ১০ উইকেটে হেরেছিল টাইগার যুবারা।

সোমবার (১৫ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এবারও দলকে ভালো সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। আজান ৪১ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে ৮টি চার ও ১টি ছক্কায় ৯৩ বলে ৬৭ রানে থামেন শাহজাইব।

শাহজাইবের পর মিডল অর্ডারে হাফ-সেঞ্চুরি করেন হামজা নাওয়াজ। ৭৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করে আউট হন তিনি। শেষ দিকে আরাফাত মিনহাসের ৪০ রানে ৮ উইকেটে ২৪৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের মাহফুজুর রহমান রাব্বি ৪২ রানে ৪ উইকেট নেন। একান্ত শেখ নেন ২ উইকেট।

২৪৫ রানের টার্গেটে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৮ রানে ৪ উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে ৮৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস। দু’জনের কেউই হাফ-সেঞ্চুরির ইনংসটাকে বড় করতে পারেননি।

৮টি চার ও ১টি ছক্কায় ৫৮ বলে ৫৩ রান করেন আহরার। ৯টি বাউন্ডারিতে ৭৯ বলে ৫৬ রান করেন জেমস। শেষ দিকে বাংলাদেশের ইনিংসে ধস নামে। শূন্য রানে শেষ চার উইকেট হারিয়ে ৩৬.৩ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের মিনাস-আসফান্দ ৩টি করে উইকেট নেন।


শেয়ার করুন :