একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৭ মে ২০২৩
একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের যুবারা

লড়াকু পুঁজি নিয়েও সিরিজের একমাত্র টেস্ট ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পর এবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হারলো বাংলাদেশের যুবারা। সফরকারী পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বুধবার (১৭ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে সফরকারী পাকিস্তানের কাছে চার দিনের একমাত্র টেস্ট ১০ উইকেটে এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের যুবারা।

টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ঝড় তুলেন বাংলাদেশের ওপেনার জিশান আলম। ২৩ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। আরেক ওপেনার মঈনুল ইসলাম তন্মমের সাথে উদ্বোধনী জুটিতে ৯ ওভারে ৭২ রান যোগ করে বিচ্ছিন্ন হন জিশান।

দশম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ২৬ বলে ৫ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৫২ রান করেন জিশান। জিশান ফেরার পর বাংলাদেশের রানের চাকা ঘুড়িয়েছেন মিডল অর্ডার ব্যাটাররা। তন্ময় ৩৩ বলে ২১, অধিনায়ক আহরার আমিন ১০ বলে ২০ ও আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ রান করেন।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ১৩ বলে ১১ এবং আশিকুর রহমান শিবলি ১২ বলে অপরাজিত ১৮ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের আহমেদ হুসাইন ২টি উইকেট নেন।

১৬০ রানের টার্গেটে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। ওপেনার শাহজাইব খানকে খালি হাতে বিদায় দেন পেসার ইকবাল হোসেন ইমন। মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার শামিল হোসেন।

অধিনায়ক সাদ বেগ ২৪ ও তায়েব আরিফ ১৬ রান করে ফিরলেও চতুর্থ উইকেটে আরাফাত মিনহাসকে নিয়ে পাকিস্তানের জয়ের পথ সহজ রাখেন শামিল। শামিল-মিনহাসের ব্যাটিংয়ে ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১৪৫ রান পেয়ে যায় পাকিস্তান।

২২ বলে ৪১ রান করেন মিনহাস। হাফ-সেঞ্চুরি করে ১৯তম ওভারে শামিল থামলেও ৫ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় পাকিস্তান। ৪৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৬৭ রান করে ম্যাচ সেরা হন শামিল।

বাংলাদেশের ইমন ২৩ রানে ৩ উইকেট নেন। রোহানাত দৌল্লা বর্ষণ নেন ২টি উইকেট।

টি-টোয়েন্টি দিয়ে তিন ফরম্যাটেই সিরিজ জিতে এবারের বাংলাদেশ সফর শেষ করলো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।


শেয়ার করুন :