১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৭ আগস্ট ২০২৩
১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল

এশিয়া কাপের পর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুই দফার সফরে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ওয়ানডে ও পরে টেস্ট সিরিজ খেলবে তারা। বিশ্বকাপের আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ওয়ানেড ও টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের প্রস্তুতি হিসিবে তিন ম্যাচের ওয়ানেড সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর।

সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এছাড়া বিশ্বকাপ শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে ২১ নভেম্বর আবারও বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৮ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ মিরপুরে অনুষ্ঠিত হলেও দুই টেস্টের সিরিজের ভেন্যুর নাম জানায়নি বিসিবি।

নিউজিল্যান্ড ক্রিকেট দল সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল। তবে ১০ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো নিউজিল্যান্ড।

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে আবারও ঢাকা সফর করছে তারা। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি দুই দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরা হচ্ছে।

এছাড়া বিশ্বকাপ শেষে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভূক্ত। যা ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

পূর্ণাঙ্গ সূচি
২১ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে
২৩ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে
২৬ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানেড

২৮ নভেম্বর : প্রথম টেস্ট
৬ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট।



শেয়ার করুন :