লিটন-তানজিমকে রেখে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৭ আগস্ট ২০২৩
লিটন-তানজিমকে রেখে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ দল

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সাথে যেতে পারেননি লিটন কুমার দাস এবং তানজিম হাসান সাকিব। একদিন পর তানজিম আলাদা ফ্লাইটে যাওয়ার তারিখ থাকলেও জ্বরের কারণে দলের সাথে যেতে পারেননি লিটন।

রোববার (২৭ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাইগারদের বহনকরী উড়োজাহাজ দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। সবকিছু ঠিক থাকলে এ রিপোর্ট লিখার সময় বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা পৌঁছানোর কথা।

লিটন-তানজিম ছাড়া এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের বাকি সবাই একসাথে বিমানে উঠেছেন। সবার সাথে লিটন-তানজিমের না যাওয়ার বিষয়টি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
sportsmail24

তিনি জানান, লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ আশায় চিন্তার কিছু নেই। সে সুস্থ হলেই রওয়ানা হবে। এছাড়া যদি তার সুস্থ হতে সময় লাগে তাহলে বিকল্প নিয়েও ভাবা হবে।

লিটন জ্বরের কারণে যেতে না পারলেও দলের সাথে ভিন্ন কারণে যেতে পারেননি তানজিম হাসান সাকিব। চোটে আক্রান্ত পেসার ইবাদত হোসেনের বদলি হিসেবে দলে ডাক পাওয়া তানজিম সোমবার শ্রীলঙ্কা যাবেন বলে জানা গেছে।
sportsmail24

ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচের দুই আগে যাওয়া বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এশিয়া কাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।



শেয়ার করুন :