দেশে ফিরলো টাইগাররা, এবার মিশন নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩
দেশে ফিরলো টাইগাররা, এবার মিশন নিউজিল্যান্ড সিরিজ

ফাইল ফটো

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরো এশিয়া কাপে ব্যর্থতার পরিচয় দিলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ফলে একেবারে খালি হাতে ফিরতে হয়নি সাকিব আল হাসানদের।

শ্রীলঙ্কা থেকে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকায় এসে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপ শেষে দেশে ফিরলেও ছুটি পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। কারণ বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি মাসের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

এশিয়া কাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের দেশের ফেরার দিন শেষে রাতে ঢাকাঢ পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুরে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশ্যে ভারত যাবে দুই দল।

হাইব্রিড মেডেল অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তনের বিপক্ষে জয় তুলে সুপার ফোর নিশ্চিত করা বাংলাদেশের বাকি জয়টি এসেছে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে।

সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে জয় পাওয়ার আগে পাকিস্তানের কাছে ৭ উইকেট ও শ্রীলঙ্কার কাছে ২১ রানে পরাজিত হয়ে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ।

এশিয়া কাপের সুপার ফোর পর্বে প্রথম দুই ম্যাচে প্রত্যাশানুযায়ী পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে টাইগাররা।

ভারতীয় দলে পাঁচ পরিবর্তনের বিপরীতে ম্যাচে ছয়টি পরিবর্তন এনে দল সাজায় বাংলাদেশ। স্নায়ু চাপ ধরে রেখে মানসিক শক্তি দেখিয়ে অবশেষে ছয় রানে জয় পায় বাংলাদেশ।


শেয়ার করুন :