ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি টিকিট ছাড়ল বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৯ অক্টোবর ২০২৩
ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি টিকিট ছাড়ল বিসিসিআই

বিশ্বকাপ হলেও বেশ কয়েকটি ম্যাচে ফাঁকাই ছিল গ্যালারি। ভারতীয় দর্শকদের মাঠে টানতে না পারায় বিষয়টি নিয়ে নানা সমালোচনাও হয়েছে। তবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। সেটা বিশ্বকাপ কিংবা যেকোন আসরেই হোক না কেন।

বিশ্বকাপে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট আগেই বিক্রি শেষ হয়েছিল। তবে চাহিদা থাকায় নতুন করে আরও ১৪ হাজার বাড়তি টিকেট ছাড়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।

ক্রিকেটে বিশ্বের সর্ব বৃহৎ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দি ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচটিকে ঘিরে আহমেদাবাদের হোটেল ভাড়া ছাড়াও বিমানের টিকিট আকাশচুম্বি হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ১৪ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া অত্যন্ত প্রত্যাশিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য ১৪ হাজার টিকিট বাড়তি দেওয়া হবে। যা ৮ অক্টোবর দুপুর ১২টার পর থেকে টিকিট বিক্রি শুরু হবে।

তবে বিক্রি শরু হওয়ার অল্প সময়ের মধ্যে শেষ গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। টিকিট কিনতে গেলে এখন সোল্ড আউট দেখাচ্ছে।


শেয়ার করুন :