ভোটের লড়াই শেষ করেই মিরপুরে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪
ভোটের লড়াই শেষ করেই মিরপুরে সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। টানা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করে ক্লান্ত সাকিব সোমবারই ফিরেছেন মিরপুরের মাঠে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ট্রেনার ডাক্তার ও কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ট্রেনিং শুরু করেছেন সাকিব। এর আগে রোববার সারাদিন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ছিলেন তিনি।

বিশ্বকাপ শেষে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন সাকিব আল হাসান। তবে আসন্ন বিপিএল নিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। চলতি জানুয়ারির ১৯ তারিখ থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্জািইজি আসর বিপিএলের খেলা শুরু হবে। বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবে সাকিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে প্রথম নির্বাচনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের জন্মস্থান মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রতীয় নৌকা নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, সাকিবের এ আসনে (মাগুরা-১) রোববার মোট ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৪ লাখ ৪৮৫ জন ভোটারের মধ্যে প্রায় ৪৮.৩৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সূত্রে আরও জানা যায়, সাকিব আল হাসানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট। অর্থাৎ, ১ লাখ ৭৯ হাজার ৩৯৪ ভোট বেশি পেয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সাকিব।



শেয়ার করুন :