ভারতকে কাঁদিয়ে যুব বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪
ভারতকে কাঁদিয়ে যুব বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়ার যুবারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ফাইনাল লড়াইয়ে ভারতীয় যুবাদের ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া।

রোববার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত মতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া যুবারা।

দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৫ বার করেন হারজাস সিং। ভারতের পক্ষে বল হাতে ৩ উইকেট শিকার করেন রাজ নিমবানি।

শিরোপা জয়ে ২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ৭৯ রানের ব্যবধানে হারের স্বাদ নেওয়া ছাড়াও শিরোপা জয় থেকে বঞ্চিত হয় ভারতীয় যুবারা।

অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে ৩টি করে উইকেট শিকার করেন মাহলি বার্ডম্যান এবং রাফ ম্যাকমিলান। সাত ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া মাহলি বার্ডম্যান নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার।


শেয়ার করুন :