টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম ম্যাচের দিন গোয়ালিয়রে ‘গোয়ালিয়র বন্ধ’ ডাক দিয়েছে হিন্দু মহাসভা। একই সাথে বাংলাদেশ ও ভারতের ম্যাচও বাতিল চাইছে তারা। উত্তেজনা বিরাজ করায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে খেলবে বাংলাদেশ ও ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে স্বাগতিকরা।
গোয়ালিয়রে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচ রোববার শেষ হলেও সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার হিন্দু মহাসভার পক্ষ থেকে রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ বাতিল করার দাবি তোলা হয়। এর পরপরই গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান সব রকম প্রতিবাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনের এক প্রতিবেদন জানানো হয়, হিন্দু মহাসভার পক্ষ থেকে ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। ফলে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ভিডিও বা অন্য কোনও রকমভাবে হিংসাত্মক বার্তা ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জেলা প্রশাসক থেকে জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া মাঠে বসে খেলা দেখতে আসা দর্শণার্থীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়, খেলা দেখতে যাওয়া দর্শকেরা ব্যানার, পোস্টার, পতাকা, কাটআউটে আবলা পত্তিজনক কোনও কিছু লিখে নিয়ে যেতে পারবে না।
বাংলাদেশ-ভারতের মধ্যকার এ ম্যাচ দিয়ে দীর্ঘ ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। এর আগে কোন রকম গন্ডগোল চাইছে না মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা এবং গোয়ালিয়রের প্রশাসন।
এদিকে, কড়া নিরাপত্তায় গোয়ালিয়রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তার জন্য এলাকার বেশ কয়েকটি রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি গোয়ালিয়রে খেলার পর দ্বিতীয় ম্যাচের জন্য দিল্লি চলে যাবে বাংলাদেশ ও ভারত দল। এছাড়া সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে।