আইপিএলের তিন আসরের তারিখ ঘোষণা, চূড়ান্ত বিদেশি ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০২৪
আইপিএলের তিন আসরের তারিখ ঘোষণা, চূড়ান্ত বিদেশি ক্রিকেটার

অভূতপূর্ব এক পদক্ষেপ নিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগের (আইপিএল) টানা তিন আসরের তারিখ চূড়ান্ত করে তা জানিয়েও দেওয়া হয়েছে। আইপিএল ইতিহাসে যা কি-না প্রথমবার।

দরজায় কড়া নাড়া আইপিএল ২০২৫ আসর শুরু হবে নতুন বছরের ১৪ মাচ, যা শেষ হবে ২৫ মে। আসন্ন এ আসরের সাথে পরবর্তী দুই আসরে অর্থ্যাৎ, ২০২৬ এবং ২০২৭ আসরের তারিখও চূড়ান্ত করা হয়েছে।

২০২৬ সালের আসর শুরু হবে ১৫ মার্চ এবং শেষ হবে ৩১ মে। এছাড়া ২০২৭ সালের আসর ১৪ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্দা নামবে। শুক্রবার (২২ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিদের কাছে এসব তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

ঘোষিত এসব সময়কে ‘আইপিএল উইন্ডো’ হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। মনে করার যথেষ্ট কারণও রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য বিদেশি ক্রিকেট বোর্ডগুলো থেকেও সবুজ সংকেত পেয়েছে বিসিসিআই।

ক্রিকবাজের এক সংবাদে জানানো হয়েছে যে, আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বেশির ভাগই নিজে দেশের ক্রিকেটারদের এই সময়ে ছেড়ে দিতে রাজি হয়েছে। পাকিস্তান ছাড়া ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত মোট তিন আসরের জন্য যেসব বিদেশি খেলোয়াড়দের ছাড়পত্র পেয়েছে তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

আইপিএলের এই তিন আসরে বাংলাদেশ থেকে ১৩ জন ক্রিকেটারকে ছাড়পত্র দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে তাদের সবগুলো ক্রিকেটারকে ছাড়পত্র দিবে। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা তাদের নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে ছাড়পত্র দিতে সম্মত হয়েছে।



শেয়ার করুন :