নানা বিতর্ক মাথায় নিয়েই সোমবার বিসিবির নির্বাচন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ পিএম, ০৫ অক্টোবর ২০২৫
নানা বিতর্ক মাথায় নিয়েই সোমবার বিসিবির নির্বাচন

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। বিসিবির পরিচালনা পরিষরে এ নির্বাচনে পরিচালক নির্বাচনের পর একই দিন সভাপতি ও সহ-সভাপতিও নির্বাচন করা হবে।

পরিচালনা পর্ষদের নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করার পর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন এবং রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে।

তবে নির্বাচনে ক্যাটাগরি-১ এর বিভাগীয় পর্যায়ে উত্তাপ নেই। কারণ, বিসিবির নির্বাচনে সাতটি বিভাগরে মধ্যে ইতিমধ্যে ছয়টি বিভাগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেছে। ফলে শুধুমাত্র রংপুর বিভাগের নির্বাচন হবে। ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে সরে গেছেন প্রার্থীরা।

সর্বশেষ রবিবার ঢাকা বিভাগ থেকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে যাওয়ায় আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমের সামনে আর কোন প্রতিদ্বন্দ্বি নেই।

সরে যাওয়ার আগে পাতানোর ভোটের অভিযোগ তুলেছে বিসিবির সাবেক পরিচালন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। একই সাথে সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

এর আগে তামিম ইকবালসহ ক্যাটাগরি-২ এর ক্লাব পর্যায় থেকে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবারের নির্বাচন নিয়ে নানা মহলে নানা কথা চলছে। যদিও এসব বিষয় নিয়ে সব সময় আড়ালে ছিলেন নির্বাচন কমিশন।

একিকে, নির্বাচনের আগের দিন গণমাধ্যমের সাথে কথা বলেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ‍“আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে।”

তিনি বলেন, ‘একটি জেলা কিশোরগঞ্জ। আমি যখন সেখানে ভোট চেয়েছিলাম আমি দেখেছিলাম যে তারা ক্রিকেট নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের স্বপ্ন ও পরিকল্পনা হল আশ্চর্যজনক। আমরা যদি এটি আরও ১৬টি জেলায় ছড়িয়ে দিতে পারি, পরে ৬৪টি জেলায়, ক্রিকেট আরও উচ্চতায় পৌঁছে যাবে। আমি মনে করি আমরা এখনও আমাদের ক্রিকেটের শক্তি জানি না, বিশেষ করে তৃৃণমূল পর্যায়ে।”

বুলবুল বলেন, “আমি মনে করি আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন সেরা নির্বাচন। যেদিন বাংলাদেশ দু’টি ম্যাচ জিতেছিল- আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নারী দলের জয়। ওই দিন বিসিবি নির্বাচনের খবর বড় হয়ে উঠে।”



শেয়ার করুন :