ওয়ানডে ডাবল-সেঞ্চুরির মালিক তারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭
ওয়ানডে ডাবল-সেঞ্চুরির মালিক তারা

ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ডাবল-সেঞ্চুরি হাঁকালেন ভারতের রোহিত শর্মা। মঙ্গলবার মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসেবে খেলতে নেমে ক্যারিয়ারের তৃতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন তিনি।

ভারতের ইনিংসের ৩৯তম ওভারের তৃতীয় বলে ক্যারিয়ারের ১৬তম ও অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির স্বাদ পান রোহিত। ১৩টি চার ও ১২টি ছক্কায় অপরাজিত ২০৮ রান করেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডের মালিকও তিনি।

২০১৩ সালে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ও ওয়ানডে ক্রিকেটের তৃতীয় ডাবল-সেঞ্চুরি হাকাঁন রোহিত। এর আগে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও মারকুটে ওপেনার বিরেন্দার শেবাগ ডাবল-সেঞ্চুরি করেন।

ওয়ানডে ক্রিকেট প্রথম ডাবল-সেঞ্চুরি দেখে টেন্ডুলকারের ব্যাটে। ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন টেন্ডুলকার। এরপর ২০১১ সালে ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেন শেবাগের।

টেন্ডুলকার ও শেবাগের পরই ডাবল-সেঞ্চুরি করেন রোহিত। একটি ডাবল-সেঞ্চুরিতে স্বাদ মেটেনি রোহিতের। ২০১৪ সালে আবারও ডাবল-সেঞ্চুরির কীর্তি গড়েন রোহিত। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ও ওয়ানডের চতুর্থ ডাবল-সেঞ্চুরি করেন তিনি। ঐ ডাবল-সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডও গড়েন এই ডান-হাতি ব্যাটসম্যান। ইনিংস শেষে ১৭৩ বলে ২৬৪ রান করে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়েন রোহিত। বিশ্বরেকর্ড গড়া তার ঐ ইনিংসে ৩৩টি চার ও ৯টি ছক্কা ছিল।

রোহিতের ঐ বিশ্বরেকর্ডের পর ওয়ানডেতে আরও দু’টি ডাবল-সেঞ্চুরি হয়। ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ডাবল-সেঞ্চুরি করেন। আর আজ প্রায় আড়াই বছর পর আবারও ওয়ানডে ক্রিকেট ডাবল-সেঞ্চুরি দেখলো। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক রোহিতের ব্যাটে।

ওয়ানডে ক্রিকেটে ডাবল-সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা :

রোহিত শর্মা (ভারত) : রান ২৬৪, বল ১৭৩, চার ৩৩, ছয় ১১, স্ট্রাইক রেট ১৫২.৬০, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভেন্যু কলকাতা, তারিখ ১৩ নভেম্বর ২০১৪

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : রান ২৩৭*, বল ১৬৩, চার ২৪, ছয় ১১, স্ট্রাইক রেট ১৪৫.৩৯, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ওয়েলিংটন, তারিখ ২১ মার্চ ২০১৫

বীরেন্দ্র শেবাগ (ভারত) : রান ২১৯, বল ১৪৯, চার ২৫, ছয় ৭, স্ট্রাইক রেট ১৪৬.৯৭, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ইন্দোর, তারিখ ৮ ডিসেম্বর ২০১১

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) : রান ২১৫, বল ১৪৭, চার ১০, ছয় ১৬, স্ট্রাইক রেট ১৪৬.২৫, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ভেন্যু ক্যানবেরা, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫

রোহিত শর্মা (ভারত) : রান ২০৯, বল ১৫৮, চার ১২, ছয় ১৬, স্ট্রাইক রেট ১৩২.২৭, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভেন্যু ব্যাঙ্গালুরু, তারিখ ২ নভেম্বর ২০১৩

রোহিত শর্মা (ভারত) : রান ২০৮*, বল ১৫৩, চার ১৩, ছয় ১২, স্ট্রাইক রেট ১৩৫.৯৪, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভেন্যু মোহালি, তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭

শচীন টেন্ডুলকার (ভারত) : রান ২০০*, বল ১৪৭, চার ২৫, ছয় ৩, স্ট্রাইক রেট ১৩৬.০৫, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভেন্যু গোয়ালিয়র, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১০।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডেতে তৃতীয় ডাবল-সেঞ্চুরি করলেন রোহিত

ওয়ানডেতে তৃতীয় ডাবল-সেঞ্চুরি করলেন রোহিত

চ্যাম্পিয়ন মাশরাফিদের প্রাইজমানি ২ কোটি

চ্যাম্পিয়ন মাশরাফিদের প্রাইজমানি ২ কোটি

চার বছরে ৩৫ টেস্টসহ ১২২টি ম্যাচ খেলবে বাংলাদেশ

চার বছরে ৩৫ টেস্টসহ ১২২টি ম্যাচ খেলবে বাংলাদেশ

নিজের রেকর্ড ভেঙে গেইলের বিশ্বরেকর্ড

নিজের রেকর্ড ভেঙে গেইলের বিশ্বরেকর্ড