দুঃখের রেকর্ডে ম্যাককালামের সঙ্গী গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৩ মার্চ ২০১৯
দুঃখের রেকর্ডে ম্যাককালামের সঙ্গী গেইল

দলের মূল রানের মধ্যে ৭০ শতাংশই তার ব্যাট থেকে আসলো, আর ঐ ব্যক্তিগত স্কোরে দলও জিতলো হেসেখেলে। কিন্তু ম্যাচ সেরার পুরস্কার পাননি ঐ ব্যাটসম্যান। এমন ঘটনা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে গতরাতে ঘটলো দ্বিতীয়বারের মত।

সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে জয়ের জন্য ১১৪ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার হিসেবে খেলতে নেমে ২৭ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। ১৯ বলে হাফ-সেঞ্চুরিও করেন তিনি।

গেইলের ব্যাটিং দৃঢ়তায় ২২৭ বল বাকী রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দলের মূল সংগ্রহের চেয়ে ৭০ শতাংশ রান করেও ম্যাচ সেরা হতে পারেননি গেইল। কারন বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওসান থমাস।

গেইলের আগে দলের হয়ে ৭০ শতাংশের বেশি রান করেও ম্যাচ সেরা হতে পারেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে পুল ‘এ’ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। ওয়েলিংটনে অনুষ্ঠিত ঐ ম্যাচে ইংলিশদের ১২৩ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। কিউই বোলার টিম সাউদি ৯ ওভারে ৩৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

এরপর ১২৪ রানের টার্গেট ২২৬ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে ৮টি চার ও ৭টি ছক্কায় ২৫ বলে ৭৭ রান করেছিলেন ম্যাককালাম। কিন্তু তারপরও ম্যাচ সেরা হতে পারেননি ম্যাককালাম। দলের মূল রানের ৭০ শতাংশের বেশি রান করেছিলেন তিনি।

বল হাতে দুর্দান্ত নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাউদি। তাই দলের জয়ের পেছনে অবদান রেখেও ম্যাচ সেরা হতে না পারার দুঃখে ম্যাককালামের সঙ্গী এখন গেইল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

বলের আঘাতে মার্শের অণ্ডকোষে ‘ফাটল’

বলের আঘাতে মার্শের অণ্ডকোষে ‘ফাটল’

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি

দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের

দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের