প্রথমবারের মতো বিক্রি হবে টাইগারদের অফিসিয়াল জার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৫ মার্চ ২০১৯
প্রথমবারের মতো বিক্রি হবে টাইগারদের অফিসিয়াল জার্সি

বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট ভক্তদের জন্য অফিসিয়ালি জার্সি বিক্রি করা হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কখনো জার্সি বিক্রি করা হয়নি। তাই দর্শকদের কথা চিন্তা করে প্রথম বারের মতো জার্সি বিক্রির ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার দুপুরে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক জার্সি বিক্রির তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে জার্সি বিক্রির জন্য ‘স্পোটর্স এন্ড স্পোটর্স’ নামে জার্সি প্রস্তুকারী প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে। তবে জার্সির মূল্য কত তা এখনও নির্ধারণ করা হয়নি। এ ঘোষণা পর থেকে বিসিবির অনুমোদিত ‘স্পোটর্স এন্ড স্পোটর্স’ ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান জাতীয় দলের জার্সি বিক্রি করতে পারবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

তবে জার্সির ডিজাইন কেমন হবে এবং মূল্য এখনও ঠিক করা হয়নি। তবে আগামী ২৫ এপ্রিল থেকে বাজারে ছাড়া হবে জার্সি। কোন কোন আউটলেটে পাওয়া যাবে তা এখনো ঠিক করা হয়নি। এসময় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও স্পোর্টস এন্ড স্পোর্টজ ডিজাইনের কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, দর্শকদের কথা মাথায় রেখেই আমরা জার্সি বিক্রির পরিকল্পনা করেছি। এই ঘোষণার পর এরপর অন্য কেউ জার্সি বিক্রি করলে তা আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি-সাকিবদের জার্সি বিক্রির পরিকল্পনা বিসিবির

মাশরাফি-সাকিবদের জার্সি বিক্রির পরিকল্পনা বিসিবির

আইসিসির উপহার পেলের রুমানা

আইসিসির উপহার পেলের রুমানা

মেয়ে আলাইনাকে নিয়ে সাকিবকে সানরাইজার্সের সারপ্রাইজ

মেয়ে আলাইনাকে নিয়ে সাকিবকে সানরাইজার্সের সারপ্রাইজ

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!