বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ এএম, ২৮ মে ২০১৯
বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। তবে মঙ্গলবারও বাংলাদেশের ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপ মূল পর্ব শুরু করার আগে উভয় দলই জয় তুলে নিতে চায়। কারণ ভারত তার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে। আর বাংলাদেশ মাঠেই নামতে পারেনি। ফলে উভয় দলের মধ্যেই জয়ের খরা রয়েছে।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফুরফুরা মেজাজে রয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ড পৌঁছে বাংলাদেশ দল।

দু’টি প্রস্তুতি ম্যাচে প্রথমটি পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মূল লড়াইয়ে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

এতিকে ভারতের সাথে বৃষ্টিকেও প্রতিপক্ষ হিসেবে মাথায় রাখছে টাইগাররা। কারণ, দেশটির আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি নিয়ে চিন্তিত ভারতও। কারণ, প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি কোহলিরা। নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং তোপে ১১৫ রানেই ৮ উইকেট হারায় ভারত।

টপ-অর্ডারের চার ব্যাটসম্যান একত্রে করেছেন ২৮ রান। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষেই হচ্ছে তাদের শেষ প্রস্তুতি। একই সঙ্গে শেষ হবে বিশ্বকাপ দলগুলোর অনুশীলন পর্বও।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

নিউজিল্যান্ডের কাছে হেরেও ইতিবাচক দেখছেন কোহলি

নিউজিল্যান্ডের কাছে হেরেও ইতিবাচক দেখছেন কোহলি

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস

সব দলকে শ্রদ্ধা করি, কাউকে ভয় করি না : রোডস

সাকিব পুরোপুরি সুস্থ : রোডস

সাকিব পুরোপুরি সুস্থ : রোডস