পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১১ জুন ২০১৯
পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

ব্রিস্টলে বৃষ্টি, বৈরী আবহাওয়া ও মাঠ ভেজা থাকার কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) দ্বাদশ বিশ্বকাপের ১৬তম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পরিত্যক্ত ঘোষণার ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দু’দলকে। এখন ৪ খেলায় বাংলাদেশের পয়েন্ট ৩, সমানসংখ্যক ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৪।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় (স্থানীয় সময় সকাল ১০টা) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টস করার নির্ধারিত সময় ছিল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) ম্যাচটি শুরুর নির্ধারিত সময় ছিল।

তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি আর মাঠে গড়ায়নি, ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত। মোট তিনবার মাঠ পরিদর্শনে সময় নির্ধারণ করেও মাঠে প্রবেশ করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচ অফিসিয়ালদের মধ্যে ছিলেন- দুই অন-ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো, টিভি আম্পায়ার পাকিস্তানের আলিম দার, ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো।

শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে গ্রাউন্ড স্টাফদের কথা বলেন ম্যাচের দুই আম্পারয়ার। সাত মিনিটের আলাপ-আলোচনা শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

প্রথম বল থেকেই জয়ের জন্য খেলতে হবে : মাশরাফি

প্রথম বল থেকেই জয়ের জন্য খেলতে হবে : মাশরাফি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না পাকিস্তান

অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না পাকিস্তান