ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হোল্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২১ আগস্ট ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দেশটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পান।

উইন্ডিজের ছেলেদের ক্রিকেটে পুরস্কার বিজয়ীদের মাঝে সবচেয়ে বেশি অর্জন তার। একই সঙ্গে জিতেছেন বছরসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও। এই পুরস্কার ঘোষণার ক্ষেত্রে ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের মার্চের পারফরম্যান্সকে বিবেচনায় নেয়া হয়েছে।

এই বছরের শুরুতেই অসাধারণ পারফরম্যান্স ছিল হোল্ডারের। ফেব্রুয়ারিতে স্যার গ্যারি সোবার্সের পর প্রথম কোনো ওয়েস্ট ইন্ডিয়ান টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে বসেছিলেন। অবশ্য এমন অর্জনের পেছনে ভূমিকা ছিল ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ২০২ রানের ইনিংসের। টেস্ট ক্রিকেটে আট নম্বরে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড গড়েছেন। এই সময়ে ব্যাট-বলে ঈর্ষণীয় সাফল্য ছিল তার। আট টেস্টে করেছেন ৫৬৫ রান। নিয়েছেন ৪০ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন চারবার।

ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শাই হোপ। টি-টোয়েন্টিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে বর্ষসেরা উদীয়মান পেসারের পুরস্কার জিতেছেন পেসার ওশান থমাস।

বিশ্বব্যাপী টি-টোয়েন্টিতে দাপট দেখানো আন্দ্রে রাসেল জিতেছেন টি-টোয়েন্টির বর্ষসেরা ক্যারিবিয়ান ক্রিকেটারের পুরস্কার। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি জয়জয়কার অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডট্টিনের। একই সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন রূপে ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন রূপে ভারত

বদলে যাচ্ছে হেলমেট পরার নিয়ম!

বদলে যাচ্ছে হেলমেট পরার নিয়ম!

যুভেন্টাসকে হটিয়ে শীর্ষে যেতে চায় নাপোলি

যুভেন্টাসকে হটিয়ে শীর্ষে যেতে চায় নাপোলি

মিশর ফুটবল পরিচালনার জন্য ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি

মিশর ফুটবল পরিচালনার জন্য ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি