ইগো দূর করার বই পড়ছেন কোহলি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৫ আগস্ট ২০১৯
ইগো দূর করার বই পড়ছেন কোহলি!

ড্রেসিংরুমে বই পড়ছেন বিরাট কোহলি। বইয়ের বিষয় অভিনব; যা পরোক্ষভাবে কোহলির বদলে যাওয়ার একটা ইঙ্গিত দিল বলা চলে।

কিছুদিন আগেও এমন গুঞ্জন উঠেছিল যে, ভারতীয় ড্রেসিংরুমে এখন ইগোর লড়াই চলছে। রোহিত-কোহলির মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ।

অন্যদিকে রাহানের মতো ক্রিকেটারকে দিনের পর দিন ওডিআইয়ের বাইরে রাখা, ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ তারপরও অজিঙ্ককে সুযোগ না দেওয়া নিয়ে কোহলির ইগো রয়েছে! এমন অনেক আলোচনা-সমালোচনা রয়েছে।

সেই কোহলিকে এবার ড্রেসিংরুমে ইগো কী করে দূর করতে হয়, সেই বিষয়ক বই পড়তে দেখা গেছে। তারপরই সোশ্য়াল মিডিয়ায় অনেকে সরব হয়ে উঠেছেন বিষয়টি নিয়ে- এবার কী নিজেকে তাহলে বদলাতে যাচ্ছেন বিরাট কোহলি?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় দিন জাদেজা, ইশান্তরা যখন রানের জন্য লড়াই চালাচ্ছেন। তখন ড্রেসিংরুমে স্টিভেন সিলভেস্টের-এর লেখা ‘ডিটক্স ইয়োর ইগো, সেভেন ইজি স্টেপস টু অ্যাচিভ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস ইন ইয়োর লাইফ' পড়ছিলেন কোহলি। ভারত অধিনায়কের হাতে এই বই দেখার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে কমেন্টের ঝড়।

কেউ ড্রেসিংরুমে বিরাট-রোহিতের গণ্ডগোল টেনে এনে লিখেছেন রোহিতের সঙ্গে সমস্যা ঝেড়ে ফেলতেই মন দিয়ে এই বই পড়ছেন কোহলি। কেউ আবার লিখেছেন, এখানে ইগো কোনো বিষয় নয় স্ট্রেস কমাতেই কোহলি এই বই পড়ছেন।

প্রসঙ্গত ক্রিকেট ম্যাচ চলাকালীন অনেকেরই বই পড়ার অভ্যাস রয়েছে। মনসংযোগ বাড়াতে ম্যাচে ব্যাট করতে নামার আগে বই পড়ার অভ্যাস রয়েছে মিতালি রাজের। এছাড়া অনেক ক্রিকেটারই ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বই পড়েন। তবে অন্য সব বই ছেড়ে কোহলির হাতে হঠাৎ ইগো ঝেড়ে ফেলার বই কেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে।


শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার ফুটবলে রাজনীতির ছায়া

কলকাতার ফুটবলে রাজনীতির ছায়া

চালকের আসনে ভারত

চালকের আসনে ভারত

বকেয়া মিটিয়ে বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স

বকেয়া মিটিয়ে বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স

হয় রেকর্ড নয় হার

হয় রেকর্ড নয় হার