বিজয় দিবসে মিরপুরে বসবে তারার মেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯
বিজয় দিবসে মিরপুরে বসবে তারার মেলা

দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় হয়েছিল বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন ক্রিকেটার শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও সংগঠক মোস্তাক আহমেদ। প্রতি বছরের ন্যায় এবারও তাদের স্মরণে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রীতি এ ক্রিকেট ম্যাচে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা দু’দলে ভাগ হয়ে খেলবেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন সকাল ১০টায় মিরপুরের হোম অব ক্রিকেট শের-ই-বাংলায় এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে দু’দলের খোয়াড়ারদের তালিকা ও ম্যানেজারের নাম জানিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যেক দলে ১৪ জন করে খেলোয়াড় রাখা হয়েছে। দলের একাদশ বা কে কোন দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তা উল্লেখ করা হয়নি।

শহীদ জুয়েল স্কোয়াড
নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, আকরাম খান, এহসানুল হক সিজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), মিনহাজুল আবেদিন নান্নু , শাহরিয়ার বিদ্যুৎ, এনামুল হক মনি , সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, হাসিবুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান রানা।

ম্যানেজার - গোলাম ফারুক চৌধুরী সুরু।

শহীদ মোস্তাক স্কোয়াড
মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলি, খালেদ মাসুদ পাইলট, তারেক আজিজ খান, মোহাম্মদ রফিক, আনেয়ার হোসেন মনির, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলি খান সুমন ও শফিউদ্দিন আহমেদ বাবু।

ম্যানেজার- রকিবুল হাসান।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম, বইছে বিপিএল আমেজ

প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম, বইছে বিপিএল আমেজ

অর্ণবের জন্য ভালোবাসা

অর্ণবের জন্য ভালোবাসা

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

পাকিস্তান সফরে সরকারের সম্মতির প্রত্যাশা বিসিবি প্রধানের

পাকিস্তান সফরে সরকারের সম্মতির প্রত্যাশা বিসিবি প্রধানের