জয় পেতে ১৮৩ করতে হবে রংপুরের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯
জয় পেতে ১৮৩ করতে হবে রংপুরের

ফাইল ছবি

অধিনায়ক মুশফিকুর রহিম এবং নাজিবুল্লাহ জার্দানের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুর র‌্যাঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮২ রানের সংগ্রহ গড়েছে খুলনা টাইর্গাস। ফলে জয়ের জন্য রংপুরের সামসে লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৩ রানের বিশাল স্কোর।

ব্যাট হাতে ৪৮ বল মোকাবেলা করে ৫৯ রান করেন মুশফিকুর রহিম। তার এ ৫৯ রানের ইনিংসে ৪টি চারের মারের সাথে ২টি ছক্কার মার রয়েছে। এছাড়া নাজিবুল্লাহ জার্দান ২৬ বলে ৪১ রান করে। তিনি ৬টি চারের মারের সাথে ১টি ছক্কা হাকান।

এর আগে ঢাকা দ্বিতীয় পর্বের দিন শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর। ফলে ব্যাট হাতে মাঠে নামে খুলনা।

ব্যাটিংয়ে নেমে খুলনার ওপেনার মেহেদী হাসান মিরাজ ৭ বলে তিন বাউন্ডারিতে করেন ১২ রান। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ২২ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ৩০ রান। তিন নম্বরে নামা রাইলি রুশো কোনো রান করতে পারেননি। ১২ বলে ১৩ রান করে বিদায় নেন শামসুর রহমান।

খুলনার দলপতি মুশফিক ফিফটি হাঁকান। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ৮২ রানের জুটিও গড়েন। ২৬ বলে ৬টি চার আর একটি ছক্কায় ৪১ রান করে বিদায় নেন জাদরান। মুশফিক ৪৮ বলে চারটি চার আর দুটি ছক্কায় করেন ৫৯ রান। রবি ফ্রাইলিঙ্ক ৯ রানে বিদায় নেন।

রংপুরের আফগান স্পিনার মোহাম্মদ নবী ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন একটি উইকেট। মুকিদুল ইসলাম ২ ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এছাড়া লুইস গ্রেগরি ৪ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। ক্যামেরুন দেলপোর্ট ৩ ওভারে ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি। সঞ্জিত সাহা ৩ ওভারে ২৬ রান খরচায় কোনো উইকেট পাননি। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইমরুল নৈপুণ্যে শেষ চারের আরও কাছে চট্টগ্রাম

ইমরুল নৈপুণ্যে শেষ চারের আরও কাছে চট্টগ্রাম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ম্যাচ আয়োজন করতে চায় ভারত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ম্যাচ আয়োজন করতে চায় ভারত

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

বিপিএল ইতিহাসে প্রথম তামিম ইকবাল

বিপিএল ইতিহাসে প্রথম তামিম ইকবাল