ধোনি অবসরে ক্ষতি হবে ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২২ এএম, ২৮ জানুয়ারি ২০২০
ধোনি অবসরে ক্ষতি হবে ভারতের

ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অবসর নিলে দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটের উন্নতির পেছনে ধোনির অনেক অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

২০১৯ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের পর থেকে মাঠে বাইরে রয়েছেন ধোনি। ওই আসরের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। মাঠের বাইরে থাকায় ধোনির অবসর নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে অবসর নিয়ে ধোনি কোন মুখ খুলছেন না।

শুধু ধোনি নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি, জাতীয় দলের নির্বাচক, অধিনায়ক-কোচ কেউই ধোনির ভবিষ্যৎ নিয়ে খোলাসা করছেন না। তবে অনেকের ধারণা, আগামী আইপিএলে নিজের পারফরমেন্সের বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধোনি।

এমন ইঙ্গিতও দিয়েছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। বলেছেন, ‘আগামী আইপিএলের ওপর নির্ভর করছে ধোনির ভবিষ্যৎ।’

তবে ধোনি যখনই অবসর নেবে, তা ভারতের ক্রিকেটের জন্য ক্ষতিকর হবে বলে জানালেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল। বলেন, ‘প্রত্যেককেই একদিন অবসর নিতে হয়। ধোনি অবসর নিলে তা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে। কারণ ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়েছে ধোনি। ভারতের ক্রিকেটে তার অবদান প্রচুর। বিশ্বকাপের পর ভারতের জার্সিতে কোন ম্যাচও খেলেনি সে। জানি না কবে আবার সে খেলবে বা অবসর নেবে।’
sportsmail24
সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনিকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে হলে যে সংখ্যক ম্যাচ খেলতে হয়, তা খেলেননি ধোনি। তাই ধোনিকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বোর্ড। তবে কেন্দ্রীয় চুক্তি নিয়ে ধোনির মত অবস্থা ভারতের দুই লিটল মাস্টার সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারের হয়েছিল বলে জানান কপিল।

বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি, এতে আমি দুঃখিত। গাভাস্কার-টেন্ডুলকারেরও এমন অবস্থা হয়েছিল।’

২০১১ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। কপিলও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত।


শেয়ার করুন :


আরও পড়ুন

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন কবি ব্রায়ান্ট

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন কবি ব্রায়ান্ট

স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ডাবল লিডে ভারত

স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ডাবল লিডে ভারত

নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত জয়ে শুরু ভারতের

নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত জয়ে শুরু ভারতের

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে