ভারতের বিপক্ষেও ‘জোচ্চুরি’ করেছিলেন রশিদ লতিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ এএম, ০৩ জুন ২০২০
ভারতের বিপক্ষেও ‘জোচ্চুরি’ করেছিলেন রশিদ লতিফ

ফাইল ছবি

শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে মূলতান টেস্টেই নয়, শারজাহ কাপে ভারতের রাহুল দ্রাবিড়ের উইকেটটিও  জোচ্চুরিতেই নিয়েছিলেন আর সেবার, তার সাথে সায় দিয়েছিলেন স্পিনার মুশতাক আহমেদ। এমন তথ্যই জানালেন খোদ রশিদ লতিফ।

৯৬’র শারজাহ কাপে মুখোমুখি ভারত-পাকিস্থান। আগে ব্যাট করা পাকিস্তান ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারতকে। জবাবে ৯১ রানে ৪ উইকেট খুইয়ে বসে সফরকারীরা। ক্রিজে তখন ‘দ্যা ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়ই ভারতীয়দের ভরসা। কিন্তু, রশিদ আর মুশতাকের সম্মিলিত রসায়নে বলি হলেন দ্রাবিড়। অখেলোয়াড়ি সুলভ আচরণ করে বসলেন দুই পাক ক্রিকেটার।

মুশতাকের ঝুলিয়ে দেওয়া বলে অফ ড্রাইভের উদ্দেশ্যে সপাটে ব্যাট চালান দ্রাবিড়, তবে বল বাঁক খেয়ে তার ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেট-রক্ষক রশিদের গ্লাভসে। সঙ্গে সঙ্গে সমস্বরে আবেদন করেন দু'জন। আম্পায়ার ও আপিলে সাঁড়া দিয়ে হাত তুলে দেন, ব্যস তাতেই খেল খতম দ্রাবিড়ের। ভারত ও হেরে বসে ৩৮ রানে। ম্যাচ অন্তে রশিদ নিজেই দ্রাবিড়কে জানান তিনি নট আউট ছিলেন।

সম্প্রতি ইউটিউবে তিনি এ বিষয়ে বোমা ফাটান তিনি। তার ভাষ্যে, ‘সেদিন দ্রাবিড় আউট হয়নি। মুশতাকের সাথে সাথে দলের সবাই আবেদন করে আর তাতে সম্মতিও দিয়ে বসেন আম্পায়ার। ম্যাচ শেষে দ্রাবিড় আমাকে প্রশ্ন করেছিল, আমি কি আউট ছিলাম ? উত্তরে আমি বলেছিলাম না তুমি নট আউট ছিলে। মুশতাক সেদিন একটু বেশি চেঁচিয়েছিলো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবিদ্বেষ ক্রিকেটেও আছে: গেইল

বর্ণবিদ্বেষ ক্রিকেটেও আছে: গেইল

থুতুর বিকল্প পেতে আশাবাদী টাইগার বোলাররা

থুতুর বিকল্প পেতে আশাবাদী টাইগার বোলাররা

দুই মাস পর অনুশীলনে স্মিথ-ওয়ার্নাররা

দুই মাস পর অনুশীলনে স্মিথ-ওয়ার্নাররা

‘অদ্ভুত’ বোলিং অ্যাকশনের রহস্য জানালেন বুমরাহ

‘অদ্ভুত’ বোলিং অ্যাকশনের রহস্য জানালেন বুমরাহ