ভারতকে পেছনে ফেলে শীর্ষে ইংল্যান্ড, সাতেই বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ পিএম, ০২ মে ২০১৮
ভারতকে পেছনে ফেলে শীর্ষে ইংল্যান্ড, সাতেই বাংলাদেশ

টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো আট নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ। এবার ওয়ানডে ক্রিকেটেও সুসংবাদ পেল বাাংলাদেশ। তবে র‌্যাংকিংয়ের কোন পরিবর্তন হয়নি। গত বছরের চেয়ে রেটিং পয়েন্ট বেড়েও সাত নম্বরেই রয়েছে টাইগাররা।

টাইগারদের পয়েন্ট বেড়েছে ৩টি। ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমেছে ৭টি। নতুন র‌্যাংকিংয়ে তাদের মোট রেটিং পয়েন্ট ৭৭।

এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে বাজিমাত করেছে ইংল্যান্ড। ২০১৩ সালের পর প্রথম ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে এসেছে ইংলিশরা। পেছনে ফেলেছে ভারতকে। নতুন র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে ৮। মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১২৫। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট কমেছে ১টি। তাদের মোট পয়েন্ট ১২২।

আইসিসি বার্ষিক ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে আজ (২ মে, বুধবার)। যেখানে যোগ করা হয়েছে ২০১৫-১৬, ২০১৬-১৭ মৌসুমের ফলাফলের অর্ধেক, তথা ৫০ ভাগ পয়েন্ট। পুরোপুরি ধরা হয়েছে ২০১৭-১৮ মৌসুমের পয়েন্ট। স্বাভাবিকভাবেই নতুন হিসাব থেকে বাদ দেয়া হয়েছে ২০১৪-১৫ মৌসুমের ফলাফল। এ কারণেই র‌্যাংকিংয়ে এতটা উপরে ওঠে আসতে পেরেছে ইংলিশরা। ২০১৪-১৫ মৌসুমটা ছিল তাদের খুবই খারাপ। সেটার ২৫টি ওয়ানডের মধ্যে তারা জিততে পেরেছিল মাত্র সাতটি।

দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা নেমে গেছে ৩ নম্বরে। তারা হারিয়েছে চার পয়েন্ট। ১১৭ থেকে নেমে দাঁড়িয়েছে ১১৩ পয়েন্ট। চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে কিউইরা। যদিও নিউজিল্যান্ড পয়েন্ট হারিয়েছে ২টি।

পরের দলগুলোর পয়েন্ট বাড়লেও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগেই ৫ নম্বরে ছিল অস্ট্রেলিয়া। এবারও রয়েছে। তবে অসিরা পয়েন্ট কমেছে ৮টি। তাদের রেটিং পয়েন্ট ১০৪। ৬ পয়েন্ট অর্জন করেছে পাকিস্তান। তাদের মোট পয়েন্ট ১০২ হলেও অবস্থান ৬ নম্বরেই।

সাত নম্বরে রয়েছে বাংলাদেশ, পয়েন্ট ৯৩। আট নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৭৭ এবং ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৯। এছাড়া ক্যারিবীয়রা পয়েন্ট হারিয়েছে ৫টি। ৫ পয়েন্ট বেড়েছে আফগানিস্তানের, ৬৩ পয়েন্ট নিয়ে তারা এখন ১০ নম্বরে। এছাড়া ৪ পয়েন্ট বেড়ে মোট ৫৫ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টিতে অষ্টম আফগানিস্তান

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টিতে অষ্টম আফগানিস্তান

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ

টেস্টে আট নম্বরে বাংলাদেশ

টেস্টে আট নম্বরে বাংলাদেশ

ভারতকে নিয়ে অন্ধকারে অস্ট্রেলিয়া

ভারতকে নিয়ে অন্ধকারে অস্ট্রেলিয়া